ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মরুর বুকে টাইগারদের গর্জন: বিকেলে মোস্তাফিজ, রাতে সাকিব

২০২৫ ডিসেম্বর ২২ ০০:২৬:৫০
মরুর বুকে টাইগারদের গর্জন: বিকেলে মোস্তাফিজ, রাতে সাকিব

নিজস্ব প্রতিবেদক: রোববার (২১ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটে আকাশ জুড়ে ছিল বাংলাদেশের পতাকা। আবুধাবি থেকে দুবাই—সবখানেই জয়জয়কার ছিল বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের। বিকেলে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে ম্যাচসেরার পুরস্কার বগলদাবা করেছেন বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজ। তার কয়েক ঘণ্টা পর দুবাইয়ের মাঠে বল হাতে নিজের জাদুকরী রূপ দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব আল হাসান এবারের আইএল টি-টোয়েন্টিতে নিজের শুরুটা মোটেও ভালো করতে পারেননি। প্রথম দুই ম্যাচে উইকেটের দেখা পাননি, রানও দিয়েছিলেন ওভারপ্রতি দশের বেশি করে। তবে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে তিনি ছিলেন অদম্য। এমআই এমিরেটসের এই তারকা স্পিনার ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। পুরো স্পেলে কোনো চার, ছক্কা কিংবা অতিরিক্ত রান (ওয়াইড/নো বল) না দিয়ে সাকিব বুঝিয়ে দিয়েছেন কেন তাকে সময়ের অন্যতম সেরা বোলার মানা হয়।

টস জিতে এমআই এমিরেটসের অধিনায়ক কাইরন পোলার্ড সাকবকে বোলিংয়ে আনেন পাওয়ারপ্লের ঠিক পরেই। ইনিংসের সপ্তম ওভারে এসে ফখর জামানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে প্রথম সাফল্য পান সাকিব। এক ওভার বিরতি দিয়ে নবম ওভারে এসে স্যাম কারানকে নিজের বলে নিজেই তালুবন্দি করে সাজঘরে ফেরান তিনি। সাকিবের এই কিপটে বোলিংয়ের চাপে পড়ে ডেজার্ট ভাইপার্স নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানের বেশি তুলতে পারেনি। ভাইপার্সের হয়ে ড্যান লরেন্স অপরাজিত ৩৫ রান করেন, বিপরীতে সাকিবের পাশাপাশি এমিরেটসের জহুর খানও পান ২ উইকেট।

অন্যদিকে, দুপুরের ম্যাচে দুবাই ক্যাপিটালসের জয়ের নায়ক ছিলেন মোস্তাফিজুর রহমান। গালফ জায়ান্টসের বিপক্ষে ৩.৫ ওভারে ৩৪ রান খরচায় তিনি শিকার করেন ৩টি মূল্যবান উইকেট। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তাকে দেওয়া হয় ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে শিকারি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ফিজ। তার সামনে কেবল তার সতীর্থ আফগান স্পিনার ওয়াকার সালামখেইল, যার ঝুলিতে আছে ১৫ উইকেট।

পয়েন্ট তালিকার দিকে তাকালে দেখা যায়, দুই টাইগার তারকার দলই এখন সমানে সমান। গালফ জায়ান্টসকে হারিয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নেট রানরেটে (+০.৮৩৬) এগিয়ে থেকে দুই নম্বরে আছে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস। সমান ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে সাকিবের এমআই এমিরেটস, যাদের রানরেট +০.৩৪১। তালিকার চার ও পাঁচে ৬ পয়েন্ট করে নিয়ে রয়েছে গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্স। তলানিতে থাকা শারজা ওয়ারিয়র্সের সংগ্রহ ৪ পয়েন্ট।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে