ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

উত্থান-পতনে সমানতালে দাপট ‘জেড’ শেয়ারের

২০২৫ ডিসেম্বর ২১ ১৬:২৪:৪৪
উত্থান-পতনে সমানতালে দাপট ‘জেড’ শেয়ারের

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থান ও পতনের শীর্ষ তালিকায় সমানতালে দাপট দেখিয়েছে ‘জেড’ ক্যটাগরির প্রতিষ্ঠান। এদিন ডিএসইর উত্থানের শীর্ষ তালিকায় থাকা ১৪ প্রতিষ্ঠানের মধ্যে ১১টি ছিল ‘জেড’ ক্যাটাগরির এবং পতনের শীর্ষ তালিকায় থাকা ১৪টি প্রতিষ্ঠানের মধ্যেও ১১টি ছিল ‘জেড’ ক্যাটাগরির। সাধারণত ‘জেড’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও এদিন উভয় প্রান্তের দাপুটে অবস্থানে থাকায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দিনের লেনদেন শেষে দেখা যায়, ডিএসইর দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির। এই তালিকায় দাপট দেখানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জিলবাংলা সুগার, আরএসআরএম স্টিল, শ্যামপুর সুগার, বিডি ওয়েল্ডিং, ইয়াকিন পলিমার ও পিপলস লিজিংয়ের মতো নাম। এছাড়া খুলনা প্রিন্টিং, মেঘনা পেট, এমারেল্ড অয়েল, আনলিমা ইয়ার্ন ও ফাস ফাইন্যান্সও ছিল এই ঊর্ধ্বমুখী তালিকায়। তবে ব্যতিক্রম হিসেবে ‘এ’ ক্যাটাগরির রহিম টেক্সটাইল ও রহিমা ফুড এবং ‘বি’ ক্যাটাগরির দেশ গার্মেন্টসও দরবৃদ্ধির প্রথম সারিতে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, মুদ্রার উল্টো পিঠে অর্থাৎ দরপতনের শীর্ষ তালিকায়ও ছিল ‘জেড’ ক্যাটাগরির আধিপত্য। পতনের মুখে থাকা ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টিই ছিল এই নিম্ন ক্যাটাগরির শেয়ার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্যামিলি টেক্স, মেট্রো স্পিনিং, বে-লিজিং, বিআইএফসি, আজিজ পাইপস এবং আইসিবি ইসলামিক ব্যাংক। এছাড়া প্যাসিফিক ডেনিমস, সিএনএ টেক্স, পদ্মা লাইফ, ম্যাকসন্স স্পিনিং ও ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর কমেছে উল্লেখযোগ্য হারে। মূলত কোনো শক্ত ভিত্তি ছাড়াই এই শেয়ারগুলোর দাম একদিকে যেমন বাড়ছে, ঠিক তেমনই বড় পতনের শিকার হচ্ছে।

পতনের তালিকায় থাকা অবশিষ্ট তিনটি প্রতিষ্ঠান ছিল ‘এ’ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। এগুলো হলো সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড, ইবিএলফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। ‘জেড’ ক্যাটাগরির শেয়ারগুলোর এই অস্বাভাবিক উঠানামা শেয়ারবাজারে এক ধরণের অস্থিরতা ও ফটকা কারবারিদের সক্রিয়তাকে সামনে নিয়ে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যখন মূলধারার ভালো শেয়ারগুলোতে গতিশীলতা কম থাকে, তখন অনেক ক্ষেত্রে বিনিয়োগকারীরা কম দামি এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে ঝুঁকিপূর্ণ লেনদেনে জড়িয়ে পড়েন। সোমবারের বাজারে উত্থান ও পতনের উভয় দিকেই ‘জেড’ ক্যাটাগরির সমান দাপট সেই অস্থিতিশীল পরিস্থিতিরই প্রতিচ্ছবি। বিনিয়োগকারীদের জন্য এমন বাজার পরিস্থিতিতে বুঝেশুনে এবং সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে