ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইলিয়াস আলীর শেষ পরিণতি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

২০২৫ ডিসেম্বর ১৭ ১৯:২৮:২০
ইলিয়াস আলীর শেষ পরিণতি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: ১৩ বছর আগে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগে মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের পর। তদন্তে জানা গেছে, তার বিরুদ্ধে একশর বেশি মানুষকে গুম করার পর হত্যা করার অভিযোগ আনা হয়েছে।

ইলিয়াস আলী ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন এবং সিলেট-২ আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের এপ্রিল মাসে ঢাকার বনানী এলাকায় বাসার কাছ থেকে তাকে তুলে নেওয়া হয়, এবং তার পর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে গাজীপুরে তিনজনকে হত্যা এবং বরগুনার পাথরঘাটার চর-দুয়ানিতে ৫০ জনকে হত্যার ঘটনাসহ সুন্দরবনে বন্দুকযুদ্ধের নামে নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যা করার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

এছাড়াও, তার বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমেদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সংশ্লিষ্টতা তদন্তে ধরা পড়েছে। এই অভিযোগের বিষয়ে তদন্ত এখনও চলমান।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিশ্চিত করেছেন, ট্রাইব্যুনাল এই অভিযোগ আমলে নিয়েছে এবং মামলার পরবর্তী শুনানি আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে