ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ট্রাম্পকে পুরস্কার দিয়ে বিপাকে ফিফা প্রেসিডেন্ট

২০২৫ ডিসেম্বর ১০ ১৬:৪০:৫৩
ট্রাম্পকে পুরস্কার দিয়ে বিপাকে ফিফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: ফিফার ইতিহাসে প্রথমবারের মতো প্রবর্তিত শান্তি পুরস্কার এবার তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এই নতুন সম্মানজনক পুরস্কার দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যা ঘোষণার পরপরই সমালোচনার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনে। সমালোচকদের অভিযোগ—একজন বর্তমান রাজনৈতিক নেতাকে পুরস্কৃত করে ফিফা নিজেই তাদের দীর্ঘদিনের রাজনৈতিক নিরপেক্ষতার নীতি ভঙ্গ করেছে।

গত ৫ ডিসেম্বর আয়োজিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে এই পুরস্কার তুলে দেন। কিন্তু পুরস্কার দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠতে শুরু করে: ফিফার মতো বৈশ্বিক সংস্থা কি এভাবে রাজনৈতিক ব্যক্তিত্বকে পুরস্কার দিতে পারে? মানবাধিকার সংগঠন ‘ফেয়ারস্কোয়ার’ ইতোমধ্যে ফিফার নৈতিকতা কমিটির কাছে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়েছে।

অভিযোগপত্রে ফেয়ারস্কোয়ার জানিয়েছে, “ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার অন্তত চারটি স্পষ্ট নিয়ম ভঙ্গ করেছেন। কোনো দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাকে ব্যক্তিগতভাবে পুরস্কার দেওয়া ফিফার মূল নীতির বিরোধী। একজন সভাপতি হিসেবে তিনি একতরফাভাবে ফিফার কৌশল, নীতি বা মূল্যবোধ নির্ধারণ করতে পারেন না।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বহু ফুটবলপ্রেমী এবং বিশ্লেষক মনে করছেন, ফিফার এই সিদ্ধান্ত ভবিষ্যতে বিপজ্জনক নজির তৈরি করতে পারে।

তবে পুরস্কার গ্রহণের সময় ট্রাম্প নিজের বক্তব্যে এই সম্মানকে “জীবনের অন্যতম সেরা অর্জন” বলে অভিহিত করেন। তিনি বলেন, “বিশ্ব এখন আগের তুলনায় বেশি নিরাপদ জায়গা। আমরা লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছি—যেমন কঙ্গোয় সংঘাত প্রশমনে ভূমিকা রেখেছি। ভারত–পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো গেছে।” পাশাপাশি তিনি ফিফা সভাপতির কাজেরও প্রশংসা করেন।

ফিফা সভাপতি ইনফান্তিনোও অনুষ্ঠানে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন, যা বিতর্ককে আরও তীব্র করেছে। সমালোচকদের মতে, এ ধরনের অবস্থান ফুটবলের আন্তর্জাতিক ভাবমূর্তিকে রাজনৈতিকভাবে জড়িয়ে ফেলতে পারে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে