ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

'বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়'

২০২৫ ডিসেম্বর ১০ ১৩:০১:৪২
'বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়'

নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধিই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, এমনটাই মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শুধু বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, বরং দেশীয় আয় বাড়ানোই স্থায়ী উন্নয়নের মূল চাবিকাঠি।

ড. সালেহউদ্দিন বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এই মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, জনগণ যে পরিমাণ ট্যাক্স এবং ভ্যাট প্রদান করে, তার যথাযথ সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি করতে হলে কর সংগ্রহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে।

তিনি বলেন, ঋণ-নির্ভর অর্থনীতির পরিবর্তে দেশীয় আয় বৃদ্ধি ও কর ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করাই দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে পারে। তিনি সকল সংশ্লিষ্ট সংস্থাকে কর প্রদানের সাথে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে আহ্বান জানান।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে