ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জয়কে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

২০২৫ ডিসেম্বর ১০ ১৪:৩২:২২
জয়কে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় অন্য আসামি হিসেবে রয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, জয়ের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। এ সময় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, পলাতক আসামি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে।

আইনজীবী লিটন আহমেদ পলকের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, জেল কর্তৃপক্ষ পলককে সপ্তাহে একদিনও পরিবারের সঙ্গে কথা বলার অনুমতি দিচ্ছেন না, তাছাড়া ১৫ দিনে একবারও সাক্ষাৎ দেওয়া হচ্ছে না। তিনি ট্রাইব্যুনালের কাছে পলকের মানবিক সুবিধার জন্য অনুমতি চেয়েছেন।

এর আগে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে। একই দিনে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং আজকের শুনানি নির্ধারণ করা হয়। একই দিনে প্রসিকিউশন জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে ফরমাল চার্জ দাখিল করে। ট্রাইব্যুনাল পরবর্তী শুনানি আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে