ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দলে না নেওয়ায় কোচকে হ-ত্যা চেষ্টা

২০২৫ ডিসেম্বর ১০ ১২:১৮:৩০
দলে না নেওয়ায় কোচকে হ-ত্যা চেষ্টা

স্পোর্টস ডেস্ক: ভারতের পন্ডিচেরিতে স্থানীয় তিন ক্রিকেটারের হামলায় অনূর্ধ্ব-১৯ দলের কোচ এস ভেঙ্কটারামন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানাচ্ছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সিএপি কমপ্লেক্সে কোচের ওপর এই হামলা চালানো হয়। হামলায় ভেঙ্কটারামনের মাথায় ২০টি সেলাই পড়েছে এবং কাঁধের হাড়ে চিড় ধরেছে। পুলিশ অভিযুক্ত ক্রিকেটারদের খুঁজছে।

ঘটনার সূত্রপাত বলা হচ্ছে, ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে স্কোয়াডে না রাখা নিয়ে স্থানীয় তিন ক্রিকেটারের অসন্তোষ থেকেই এই হামলা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পন্ডিচেরিতে জন্ম নেওয়া ক্রিকেটারদের স্কোয়াডে জায়গা না পাওয়ার অভিযোগ রয়েছে, যদিও পন্ডিচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএপি) এই অভিযোগ অস্বীকার করেছে।

এ ঘটনায় সিএপি সচিব থানায় তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন কার্তিকেয়া জয়সুন্দর, এ আরাভিন্দারাজ ও এস সন্তোষ কুমার। এছাড়া হামলায় প্রভাব ও উসকানির দায়ে পন্ডিচেরি ক্রিকেটার্স ফোরামের সচিব জি চন্দ্রনের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী কোচ ভেঙ্কটারামন অভিযোগ করেছেন, ‘গত ৮ ডিসেম্বর সকাল ১১টার দিকে কার্তিকেয়া, আরাভিন্দারাজ ও সন্তোষ এসে আমাকে হেনস্থা করতে থাকে। তাদের দাবি, আমার কারণে তারা সৈয়দ মুশতাক আলি ট্রফির স্কোয়াডে সুযোগ পাননি। একপর্যায়ে আরাভিন্দারাজ আমাকে আটকে ধরে, কার্তিকেয়া ব্যাট দিয়ে আঘাত করতে চেষ্টা করে এবং চন্দ্রনের সঙ্গে মিলিয়ে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘সংবাদে উল্লেখিত অভিযোগ গুরুতর এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।’ সিএপি এবং পুলিশ মিলিয়ে ঘটনার তদন্ত করছে এবং পলাতক ক্রিকেটারদের খুঁজছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে