ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন

২০২৫ ডিসেম্বর ১০ ১১:১৭:১০
ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : ফেসবুক আবার তার মূল পরিচয়ে ফিরছে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ারিং এবং মার্কেটপ্লেস—এই তিন ক্ষেত্রেই বেশি গুরুত্ব দিতে নতুন দিকনির্দেশনা ঘোষণা করেছে মেটা। প্রতিষ্ঠানটি মঙ্গলবার এই তথ্য প্রকাশ করে।

বিগত কয়েক বছর ধরে মেটাভার্স–কেন্দ্রিক প্রকল্পে ব্যস্ত ছিল মেটা। তবে ব্যয় কমানো এবং মেটাভার্সে আগ্রহ হ্রাস পাওয়ার পর প্রতিষ্ঠানটি আবার মূল অ্যাপ অভিজ্ঞতায় মনোযোগ দিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রসহ কিছু বাজারে ফেসবুক ব্যবহারকারীর প্রবৃদ্ধি স্থবির, তবুও বিশ্বব্যাপী এটি এখনও অন্যতম বড় প্ল্যাটফর্ম।

ফেসবুকে তরুণ ব্যবহারকারীর সংখ্যা কমছে—এটাই মেটার বড় উদ্বেগ। জেন–জেড ব্যবহারকারী ধরে রাখতে প্রতিষ্ঠানটি নতুন পরিকল্পনায় হাঁটছে। কয়েক মাস আগে কলেজ–কেন্দ্রিক ফিচার চালুর চেষ্টা ব্যর্থ হওয়ার পর মেটার দৃষ্টি এবার ফেসবুক মার্কেটপ্লেসের দিকে।

মার্কেটপ্লেস বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। শুধু যুক্তরাষ্ট্রেই জেন–জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি এটি ব্যবহার করে। তরুণদের দৈনিক সক্রিয় ব্যবহারের মধ্যেও মার্কেটপ্লেস দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবুও ফিচারটি দীর্ঘদিন ধরে অ্যাপের ‘More’ মেনুর ভেতরে ছিল, যা ব্যবহারকারীর জন্য অসুবিধাজনক।

নতুন আপডেটে মার্কেটপ্লেসের অবস্থান সরাসরি অ্যাপের নিচের নেভিগেশন বারে আনা হচ্ছে। এর পাশেই থাকবে রিলস এবং ফ্রেন্ডস ট্যাব। ইনস্টাগ্রামের জনপ্রিয় মডেল অনুসরণ করে ফেসবুকে বন্ধু-কেন্দ্রিক অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করা হবে।

ছবি দেখার অভিজ্ঞতাতেও বড় পরিবর্তন আনা হচ্ছে। ছবিতে ডাবল–ট্যাপ করে লাইক করা যাবে—একদম ইনস্টাগ্রামের মতো। ছবি একটি সমন্বিত গ্রিডে দেখা যাবে এবং ক্লিক করলে ফুল–স্ক্রিনে খুলবে।

সার্চ অপশনেও পরিবর্তন হচ্ছে। ইন্টারঅ্যাকটিভ গ্রিড ডিজাইন যোগ হবে। ছবি ও ভিডিওর জন্য আসছে ফুল–স্ক্রিন ভিউয়ার, যা ব্যবহারকারীকে সার্চ রেজাল্ট না হারিয়েই আরও গভীরভাবে কনটেন্ট দেখতে দেবে।

স্টোরি ও সাধারণ পোস্ট তৈরির প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। সামনে আনা হচ্ছে মিউজিক যোগ করা, বন্ধু ট্যাগ করার সুবিধাসহ আরও কিছু ফিচার। সেটিংস মেনুর বিভিন্ন অপশনও আরও স্বচ্ছ করা হচ্ছে, যাতে অডিয়েন্স নির্বাচন ও ক্রস–পোস্টিং সহজ হয়।

কমেন্ট সেকশনে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। রিপ্লাই আরও সহজ হবে, ব্যাজ বেশি দৃশ্যমান থাকবে এবং পিনিং টুল যোগ করা হচ্ছে। ক্রিয়েটর ও গ্রুপ অ্যাডমিনদের জন্য উন্নত মডারেশন টুল যুক্ত হচ্ছে। ব্যবহারকারীরা বিরক্তিকর মন্তব্য অ্যানোনিমাসভাবে রিপোর্ট করতে পারবেন।

ব্যবহারকারীর পছন্দসই ফিড তৈরির জন্য নতুন অপশনও যোগ করা হয়েছে। কোনো পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারীরা কারণ জানাতে পারবেন, যা ফিডকে আরও ব্যক্তিগতকৃত করবে।

দীর্ঘদিন পর ফেসবুক আবার বন্ধুত্ব–নির্ভর অভিজ্ঞতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে যোগ করতে পারবেন শখ, আগ্রহ, ভ্রমণের তথ্যসহ আরও অনেক কিছু। আপনি কী দেখছেন, কী শুনছেন বা কোথায় যেতে চান—এসব তথ্যের ভিত্তিতে মিল পাওয়া বন্ধুদের সঙ্গে নতুন সংযোগ তৈরি করতে সাহায্য করবে প্ল্যাটফর্ম।

আগে এসব পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ফিডে চলে আসত, কিন্তু এবার চাইলে ব্যবহারকারী এগুলো বন্ধ রাখতে পারবেন। এতে বিরক্তি কমবে বলে আশা করছে মেটা।

সব মিলিয়ে, ফেসবুক নতুন ডিজাইনে আরও বন্ধুত্ব–কেন্দ্রিক, ব্যবহারবান্ধব এবং কনটেন্ট ব্রাউজ–নির্ভর অভিজ্ঞতায় ফিরে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তনগুলো সারা বিশ্বে চালু হবে। নেভিগেশন, সার্চ এবং কমেন্ট–সংক্রান্ত কিছু ফিচার শুধুমাত্র মোবাইল সংস্করণে পাওয়া যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে