ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে জয়-পলকের শুনানি আজ

২০২৫ ডিসেম্বর ১০ ১১:০৭:৪৪
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে জয়-পলকের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ইন্টারনেট বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যায় সহায়তার অভিযোগে দায়ের করা মামলায় আজ গুরুত্বপূর্ণ শুনানি হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা এই মামলাটি নিয়ে ট্রাইব্যুনালে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) নির্ধারিত তালিকা অনুযায়ী এই দুই ব্যক্তিকে ঘিরে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে এ মামলার অভিযোগ আনুষ্ঠানিকভাবে আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অপরদিকে মামলাটির আরও বিস্তৃত অংশে উঠে আসে জুলাই আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনাপ্রবাহ—কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ, গণভবনে ব্যবসায়ীদের দিয়ে বৈঠক আয়োজন এবং সেসব বৈঠককে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগ। এ কারণে আজ আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও শুনানি হবে। দুজনকেই আদালত আজ হাজির করেছে, সঙ্গে উপস্থিত রয়েছেন জুনাইদ আহমেদ পলকও।

ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের মধ্যে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ইন্টারনেট নিষেধাজ্ঞা এবং সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো, যা পরবর্তীতে দেশব্যাপী সহিংসতার পথ তৈরি করেছিল বলে অভিযোগকারীরা দাবি করেছেন। আদালত আজ এসব বিষয়ে রাষ্ট্রপক্ষ ও অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীদের বক্তব্য শুনবে।

একই সময় দ্বিতীয় ট্রাইব্যুনাল—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ চলছে জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার। আজ এই মামলায় ২৩তম সাক্ষী সাক্ষ্য দেবেন। এর আগের দিন, মঙ্গলবার, এ মামলার সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সাক্ষ্যদাতা হাসনাত আবদুল্লাহ। মামলাটির সাক্ষ্যগ্রহণ ধারাবাহিকভাবে দ্রুত এগিয়ে চলেছে বলে জানা গেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে