ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিচার বিভাগে দীর্ঘদিনের দ্বৈত প্রশাসনিক জটিলতা দূর হয়েছে: প্রধান বিচারপতি

২০২৫ ডিসেম্বর ০৬ ১৮:৫০:০৭
বিচার বিভাগে দীর্ঘদিনের দ্বৈত প্রশাসনিক জটিলতা দূর হয়েছে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিচার ব্যবস্থায় মৌলিক পরিবর্তনের ধারায় নতুন অধ্যায় যোগ হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের মাধ্যমে—যার ফলে দেশের শীর্ষ আদালত প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন পেল।

শনিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামে বাণিজ্যিক আদালত বিষয়ক সেমিনারে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ স্বায়ত্তশাসনকে বিচারব্যবস্থার জন্য “ঐতিহাসিক অগ্রগতি” হিসেবে উল্লেখ করেন।

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের কনফারেন্স হলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘অপারেশনালাইজিং কমার্শিয়াল কোর্ট’ শীর্ষক এই সেমিনার। এই সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি বলেন, গত দেড় বছরে সম্মিলিত উদ্যোগে বিচার ব্যবস্থায় যে রূপান্তর এসেছে, তা দেশের বিচারিক ইতিহাসে এক মাইলফলক।

তিনি জানান, নতুন অধ্যাদেশ কার্যকর হওয়ায় দীর্ঘদিনের দ্বৈত প্রশাসনিক জটিলতা দূর হয়েছে। এখন সুপ্রিম কোর্ট নিজস্বভাবে পদসৃজন, বাজেট ব্যবস্থাপনা, প্রশিক্ষণ কর্মসূচি, নীতিমালা প্রণয়ন এবং বিচার সংস্কারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা অর্জন করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের প্রস্তাবগুলো সরকার দ্রুত অনুমোদন করেছে, যা স্বাধীন ও শক্তিশালী বিচারব্যবস্থা গড়ে তোলার জাতীয় ঐকমত্যকে প্রতিফলিত করে।

সেমিনারে ইউএনডিপির আবাসিক প্রধান স্টেফান লিলার স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, কানাডার রাষ্ট্রদূত অজিত সিং, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পুকি এবং সুইডেন দূতাবাসের কর্মকর্তা অলি লুন্ডিন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে