ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

২০২৫ ডিসেম্বর ০৬ ১৬:১০:৫৯
মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক : মেঘনা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি গত ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগ দেন।

আর্থিক খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার এর আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সৈয়দ মিজানুর রহমান তার কর্মজীবন শুরু করেন ১৯৯৩ সালে নোভার্টিস-এ (তৎকালীন সিবা-গেইগি বাংলাদেশ লিমিটেড)। ব্যাংকিং খাতে আসার আগে তিনি ইয়ংওয়ান ও বেক্সিমকো গ্রুপে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পরে তিনি ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ক্যারিয়ারে ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট, করপোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন তিনি।

তিনি পেশাগত দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে অসংখ্য প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন।সৈয়দ মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে