ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কোন সঞ্চয়পত্রে কত মুনাফা, জেনে নিন এক নজরে

২০২৫ ডিসেম্বর ০৫ ০৭:০৭:০৬
কোন সঞ্চয়পত্রে কত মুনাফা, জেনে নিন এক নজরে

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতের অস্থিরতার সময়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে জাতীয় সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন মধ্যবিত্তরা। নিরাপত্তার পাশাপাশি আকর্ষণীয় সুদের হার পাওয়ায় তাদের আগ্রহও বেড়েছে। বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তর চার ধরনের সঞ্চয়পত্র বিক্রি করছে—পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি তিন ধরনের সঞ্চয়পত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েই বিনিয়োগ করতে পারে।

সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায় পেনশনার সঞ্চয়পত্রে। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগ করলে পাঁচ বছর শেষে মুনাফার হার দাঁড়ায় ১১ দশমিক ৯৮ শতাংশ। আর একই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে মুনাফা হয় ১১ দশমিক ৮০ শতাংশ। এ ধরনের সঞ্চয়পত্র কিনতে পারেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশনভোগী স্ত্রী, স্বামী বা সন্তান।

পেনশনার সঞ্চয়পত্রের পর উচ্চ মুনাফার তালিকায় রয়েছে পরিবার সঞ্চয়পত্র, যা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নারীর জন্য বরাদ্দ। এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ শেষে মুনাফার হার হয় ১১ দশমিক ৯৩ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মুনাফা দাঁড়ায় ১১ দশমিক ৮০ শতাংশ।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮৩ শতাংশ নির্ধারিত। আর বিনিয়োগের পরিমাণ সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে এই হার হয় ১১ দশমিক ৮০ শতাংশ। এ ছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ, কিন্তু বিনিয়োগ সাড়ে ৭ লাখ টাকা ছড়িয়ে গেলে এই হার কমে দাঁড়ায় ১১ দশমিক ৭৭ শতাংশে।

মেয়াদ পূর্তির আগেই সঞ্চয়পত্র ভাঙলে মুনাফার হার কমে যায়—এটি সব ধরনের সঞ্চয়পত্রের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্মূল্যায়ন করা হয় এবং পরিস্থিতি অনুযায়ী হার বাড়ানো বা কমানো হয়।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে