ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

মুসলিম সংগঠনগুলো বিপদে, ট্রাম্পের নতুন নীতির জেরে চাঞ্চল্য

২০২৫ নভেম্বর ২৫ ১০:৩৭:১৪
মুসলিম সংগঠনগুলো বিপদে, ট্রাম্পের নতুন নীতির জেরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিসর, লেবানন ও জর্ডানে সক্রিয় মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখা ও গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) তিনি একটি অধ্যাদেশ জারি করেন, যাতে এসব গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়। হোয়াইট হাউসের দাবি, এই সংগঠনগুলো ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন করছে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।

ওয়াশিংটন জানিয়েছে, জর্ডানের মুসলিম ব্রাদারহুড নেতারা হামাসকে বিভিন্ন বস্তু ও সামগ্রী দিয়ে সহায়তা করেছে। লেবাননের শাখা আল-জামাআ আল-ইসলামিয়া-হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে একাত্ম হয়েছে। মিসরীয় শাখার একটি নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর সহিংসতা উসকানের অভিযোগ আনা হয়েছে।

হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তঃসীমান্ত নেটওয়ার্ক মোকাবিলা করছেন, যারা সন্ত্রাস ও অস্থিতিশীলতা ছড়াচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের ক্ষতি করছে। ডিক্রির নির্দেশ অনুযায়ী, পররাষ্ট্র ও অর্থমন্ত্রক ৩০ দিনের মধ্যে গোয়েন্দা প্রধানের সঙ্গে পরামর্শ করে প্রতিবেদন দেবে, এরপর ৪৫ দিনের মধ্যে এসব শাখা/সংগঠনকে আনুষ্ঠানিকভাবে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হতে পারে।

নিষেধাজ্ঞা কার্যকর হলে সংশ্লিষ্ট গোষ্ঠীকে কোনো ধরনের সহায়তা দেয়া বেআইনি হবে। তাদের বর্তমান ও সাবেক সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রায় নিষিদ্ধ হবে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তাদের আর্থিক উৎস সংকুচিত করা হবে। হোয়াইট হাউস আরও জানিয়েছে, এই সংগঠনগুলোকে ‘বিশ্বব্যাপী সন্ত্রাসী’ হিসেবেও চিহ্নিত করার চেষ্টা চলছে।

মুসলিম ব্রাদারহুড ১৯২৮ সালে প্রতিষ্ঠিত। বিভিন্ন দেশে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও অনেক দেশে নিষিদ্ধ। ট্রাম্পের পদক্ষেপ ডানপন্থি রাজনীতিকদের দীর্ঘদিনের দাবির ফল। তবে সমালোচকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার ওপর আরও দমন-পীড়ন করতে পারে এবং যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকারকর্মীদের বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, “আমাদের সংগঠনগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক এবং মানবিক কার্যক্রমে সক্রিয়। তবে ডানপন্থি ইসলামবিরোধী গোষ্ঠী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনগুলোকে ব্রাদারহুডের আড়ালে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত দেখাচ্ছে।” সম্প্রতি টেক্সাসের রিপাবলিকান গভর্নর মুসলিম ব্রাদারহুড ও সিএআইআরকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার চেষ্টা করেছিলেন, যা বর্তমানে আদালতে চলে গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে