ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

দেশে আপাতত বড় ভূমিকম্পের ঝুঁকি নেই

২০২৫ নভেম্বর ২৪ ১০:০৩:৪৮
দেশে আপাতত বড় ভূমিকম্পের ঝুঁকি নেই

নিজস্ব প্রতিবেদক : দেশে সম্প্রতি অনুভূত ধারাবাহিক ভূমিকম্পের পর জনমনে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে আশ্বাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। সংস্থাটি জানিয়েছে, আপাতত বড় ধরনের ভূমিকম্পের কোনো ঝুঁকি নেই। জনগণকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএমডির পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমকে তিনি জানান, পরপর যে ছোট ছোট কম্পনগুলো হয়েছে, সেগুলো মূল ভূমিকম্পের (মেইন শক) পরবর্তী ‘আফটার শক’। সিসমোলজির নিয়ম অনুযায়ী এগুলো স্বাভাবিক ঘটনা। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এ ধরনের মৃদু কম্পন অনুভূত হতে পারে বলে জানান তিনি।

বিএমডির পর্যবেক্ষণ অনুযায়ী, সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত আফটার শক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ‘বড় ভূমিকম্প হবে’—এমন কোনো শঙ্কা নেই।

মমিনুল ইসলাম বলেন, “গত পরশুদিনের কম্পনটিকে আমরা মেইন শক হিসেবে বিবেচনা করছি। একটি বড় ভূমিকম্পের আগে প্রি-শক এবং পরে আফটার শক হতে পারে। গতকাল যে ছোট ছোট কম্পনগুলো অনুভূত হয়েছে, তা স্বাভাবিক আফটার শক। এতে আতঙ্কিত হবার কিছু নেই।”

তিনি ভবিষ্যৎ ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা নিয়ে ছড়ানো গুজবের কঠোর নিন্দা জানান। বলেন, “কেউই নির্দিষ্ট সময় জানিয়ে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে না। ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ‘নির্দিষ্ট সময়ে বড় ভূমিকম্প হবে’—এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তথ্য ছাড়া কোনো কিছু বিশ্বাস করবেন না।”

বিএমডি পরিচালক জানান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই থাকে। এগুলো হলো ইউরেশিয়ান প্লেট, ইন্দো–অস্ট্রেলিয়ান প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেট। সাম্প্রতিক ছোট কম্পনগুলো মূলত ফল্ট লাইনের সাবফল্ট থেকে হওয়া কম্পন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “৫.৭ মাত্রার মূল কম্পনকে ভূখণ্ড অ্যাবজর্ব করতে পেরেছে। তাই ৩ বা ৪ মাত্রার আফটার শক নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। গুজবে কান দেবেন না—অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করুন।”

একাধিক এলাকায়, বিশেষ করে নরসিংদী ও বাড্ডায়, পরপর কম্পনের পর মানুষ রাস্তায় বেরিয়ে আসে। এ সময় ‘আর দুই ঘণ্টা পর বড় ভূমিকম্প হবে’—এমন গুজব ছড়িয়ে জনমনে আরও ভীতি তৈরি হয়। এসব তথ্যকে মিথ্যা আখ্যা দিয়ে বিএমডি সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে