ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন

২০২৫ নভেম্বর ২৪ ০৯:১৭:০৭
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকে ইনফেকশনসহ হার্ট ও ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থা বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

অধ্যাপক সিদ্দিকী জানান, হাসপাতালে আনার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আগামী ১২ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন গত কয়েক মাস ধরে ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তার একাধিক জটিলতা রয়েছে। তাই আবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং দ্রুত চিকিৎসা চলছে। আগামী ২৪ ঘণ্টা পর আরও কিছু পরীক্ষা প্রয়োজন হতে পারে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ঠিক কতদিন তিনি হাসপাতালে থাকবেন তা এখনই বলা যাচ্ছে না। এটি পুরোপুরি নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর।

মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে