ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি শেষ: সুপার ওভারে নানা নাটকীয়তা-জানুন ফলাফল

২০২৫ নভেম্বর ২৪ ০০:৩১:০২
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি শেষ: সুপার ওভারে নানা নাটকীয়তা-জানুন ফলাফল

সরকার ফারাবী: দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারসের শিরোপা লড়াই পরিণত হলো এক রোমাঞ্চকর ক্রিকেট নাটকে। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনস দুটি দলই ১২৫ রানে থামায় ইনিংস। ফলে ম্যাচ গড়ায় উত্তেজনাপূর্ণ সুপার ওভারে। কিন্তু সেমিফাইনালে সুপার ওভারের নায়ক হয়ে ওঠা বাংলাদেশ ‘এ’ এবার ব্যাটিং বিপর্যয়ে ভুগে শিরোপা হাতছাড়া করে।

সুপার ওভারে বাংলাদেশের ধস

১২৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে বাংলাদেশ ‘এ’ নিজেদের ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে ফলে ম্যাচ টাই হয়। সুপার ওভারে ব্যাট করতে নামলে শুরুতেই ধাক্কা খায় দলটি।

পাকিস্তান শাহিনসের পেসার আহমেদ দানিয়ালের টানটান গতির ও নিখুঁত লাইন-লেংথের বলের সামনে অসহায় হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা।

১ম বল: হাবিবুর রহমান সোহান সমানে খেলে কেবল এক রান তুলে নেন। (১/০)

২য় বল: বাউন্সার পুল করতে গিয়ে আব্দুল গাফফার সাকলাইন বল উপরে তুলে ফেলেন। দানিয়াল নিজেই ক্যাচ ধরেন। (১/১)

৩য় বল: নতুন ব্যাটার জিশান আলমের উদ্দেশে করা বল উইকেটকিপারের হাত ফসকে বাউন্ডারি পার হয় ফলে পাঁচ ওয়াইড। (৬/১)

৩য় বল পুনরায়: পুনরায় করা একই ধরনের ডেলিভারিতে এবার সরাসরি বোল্ড হন জিশান আলম। (৬/২)

মাত্র তিন বলেই দুই উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’-এর সুপার ওভার শেষ হয় ৬ রানে। ফলে পাকিস্তান শাহিনসের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭ রান।

সহজ টার্গেট তাড়ায় শাহিনসদের নিখুঁত সমাপ্তি

৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শাহিনস কোনো ঝুঁকিই নেয়নি। বাংলাদেশের বোলার রিপন মণ্ডল সেমিফাইনালে নায়ক হলেও সুপার ওভারে ভরসা দিতে পারেননি। পাকিস্তানের হয়ে সাদ মাসউদ ও মায়াজ সাদাকাত ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে প্রয়োজনীয় রান তুলে নেন।

অবশেষে দোহা দেখলো এক অবিশ্বাস্য ক্রিকেট ড্রামা সমতায় শেষ হওয়া মূল ম্যাচের পর সুপার ওভারের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ‘এ’ দল শিরোপার খুব কাছ থেকে ছিটকে যায়, আর এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর ট্রফি উঠে পাকিস্তান শাহিনসের হাতে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে