ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ নভেম্বর ২৩ ২১:০৭:৩৩
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ঘোষিত ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড আজ রোববার (২৩ নভেম্বর) ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

এজিএমে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান আব্দুন নাসের খান। সভায় কোম্পানির বার্ষিক আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদনসহ বিধিবদ্ধ সব এজেন্ডা অনুমোদনের পাশাপাশি ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডও গৃহীত হয়।

দেশের ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়ন এবং আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানের এই আর্থিক পারফরম্যান্সকে সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ ভিশনের অগ্রযাত্রায় সহায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব ও বোর্ড সদস্য মো. জানে আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিদ্যুৎ চন্দ্র আইচ, অর্থ বিভাগের যুগ্মসচিব সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর, কর্নেল এ কে এম আব্দুর রহমান ফেরদৌস, পিএসসি, স্বতন্ত্র পরিচালক মো. মনিরুজ্জামান, এফসিএ, এবং এফবিসিসিআইর সাবেক পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল।

এজিএমে আরও অংশ নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে