ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় সেই ব্যবসায়ীকে

২০২৫ নভেম্বর ২৩ ১৮:২৩:২০
ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় সেই ব্যবসায়ীকে

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের উত্তরটিলি গ্রামের আব্দুর রহিমের ছেলে ইব্রাহিম (৩৪)। তিনি ঢাকায় ডাব ও বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবসা করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইব্রাহিম তার চাচাতো ভাই ও একই গ্রামের পিকআপভ্যানচালক মো. হোসেনের গাড়ি ভাড়া করে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় একটি হোটেলে খাওয়া শেষে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাদের তুলে নিয়ে যান। গাড়িতে তাদের হাত-পা বেঁধে ফেলা হয়। কিছুক্ষণ পর হোসেনকে মারধর করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়, কিন্তু ইব্রাহিমকে সঙ্গে নিয়ে অজ্ঞাতস্থানে নেওয়া হয়। ভোরে স্থানীয়রা আহত হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে সুস্থ হয়ে হোসেন ঢাকায় গিয়ে ইব্রাহিমের পরিবারকে ঘটনা জানান।

পিকআপচালক হোসেন বলেন, “ভাটিয়াপাড়া হোটেলে খাবারের সময় ডিবি পোশাক পরা কয়েকজন আমাদের ছবি তুলেছিল। হোটেল থেকে বের হয়ে তারা আমাদের প্রাইভেটকারে তুলে হাত-পা বেঁধে মারধর করে। ইব্রাহিমকে সঙ্গে নিয়ে যায়।”

নিহতের ভাই ফরহাদ মোল্যা জানান, “আমার বড় ভাই ঢাকায় ব্যবসা করতেন। তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত বিচারের দাবি জানাই। হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে।”

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল জানান, শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করে রোববার ফরিদপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটন ও আসামিদের শনাক্তে তদন্ত করছে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি উদ্ধার করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে