ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

স্ট্যান্ডার্ড ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ কায়সার আলম

২০২৫ নভেম্বর ১৫ ১৯:৫১:২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ কায়সার আলম

নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ কায়সার আলম মজুমদার। ১৯ বছরেরও বেশি অভিজ্ঞতার অধিকারী কায়সার তার কর্মজীবন শুরু করেছিলেন ইস্টার্ন ব্যাংকে এবং পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে মানবসম্পদ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কায়সারের শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এমএ, এমবিএ এবং বিআইএম থেকে পিজিডি ইন এইচআরএম ও ডিপ্লোমা ইন সোশ্যাল কমপ্লায়েন্স। এছাড়া তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

স্ট্যান্ডার্ড ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্যাংকের মানবসম্পদ কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি ও উৎকর্ষ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে