ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

সামিট অ্যালায়েন্স পোর্টের চমকপ্রদ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ

২০২৫ নভেম্বর ১৫ ১৯:১৩:৩১
সামিট অ্যালায়েন্স পোর্টের চমকপ্রদ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কনটেইনার সেবাদাতা প্রতিষ্ঠান সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল)-এর ব্যবসা চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) তিন গুণ বেড়েছে, সেই সঙ্গে মুনাফাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি প্রান্তিকে কোম্পানিটির ব্যবসা হয়েছে ১৫৪ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ৫৫ কোটি টাকা। ফলে ব্যবসা বেড়েছে প্রায় তিন গুণ। মুনাফা হয়েছে ১৫.৫ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ২৯% বেশি।

তবে ব্যবসা বৃদ্ধির তুলনায় মুনাফা কম বেড়েছে, যার মূল কারণ হলো পরিচালন খরচ ও প্রশাসনিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া। চলতি প্রান্তিকে পরিচালন খরচ হয়েছে ৭৩% (১১৩ কোটি টাকা), যেখানে গত বছর একই সময়ে তা ছিল ৪৫%। প্রশাসনিক খরচও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ১০ কোটি টাকার বেশি হয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় কনটেইনার ব্যবস্থাপনার সেবা চাহিদাও বেড়ে চলেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে বেসরকারি খাতের ১৯টি ডিপো ৮ লাখ ৩০ হাজার একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে, যা গত বছরের একই সময়ে ৭ লাখ ৮ হাজার ছিল। সামিট অ্যালায়েন্স পোর্ট এই খাতে তৃতীয় স্থানে অবস্থান করছে, এবং চলতি বছরের প্রথম ৯ মাসে ৯২,৬৭০ একক কনটেইনার পরিচালনা করেছে, যার বাজার অংশীদারিত্ব ১১%।

সামিট অ্যালায়েন্স পোর্ট ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে শেয়ারগুলোর ৫৯% উদ্যোক্তা-পরিচালকদের হাতে, বাকি ৪১% শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ার মূল্য সর্বশেষ ৪৪.৬০ টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে