ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

সেই কেক বিক্রেতার মেয়ের বক্তব্যের বিষয়ে যা জানা গেল

২০২৫ নভেম্বর ১৫ ১৯:২৯:৫৪
সেই কেক বিক্রেতার মেয়ের বক্তব্যের বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে কেক বিক্রেতা সিমির মেয়ের কথিত বক্তব্য প্রচারিত হয়েছে, যেখানে সে অভিযোগ করেছে, “আজকে আমি আমার মায়ের সব কুকীর্তি ফাঁস করতে আসছি। আমার মা আমার বাবাকে নির্যাতন করে এবং অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করে।”

ভিডিওটি প্রকাশের পর এটি এককভাবে ২৪ লাখের বেশি বার দেখা হয়েছে এবং ২৫ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া এসেছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি আসল নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা।

ভিডিওটির সম্ভাব্য মূল ভার্সন ‘AI CANVAS’ নামে একটি ইউটিউব চ্যানেলে ২২ অক্টোবর পোস্ট করা হয়েছিল। সেখানে ‘AI’ ট্যাগ ও ‘কৃত্রিম কনটেন্ট’ লেবেল সংযুক্ত ছিল। চ্যানেলটির বায়ো অনুযায়ী, প্রতিটি ভিডিও তৈরি করা হয় আধুনিক AI টুলস ও ক্রিয়েটিভ এডিটিং-এর মাধ্যমে।

পর্যবেক্ষণে দেখা গেছে, ভিডিওতে মেয়ের ত্বক, অঙ্গভঙ্গি, ভয়েস এবং পারিপার্শ্বিক অবস্থা স্বাভাবিক নয়, যা AI কনটেন্টে সাধারণ। এছাড়া, চ্যানেলের অন্যান্য ভিডিওও AI ব্যবহার করে তৈরি।

ফ্রেমের বিশ্লেষণে জানা গেছে, ‘Star Update24’ নামে একটি ফেসবুক পেজে গত সেপ্টেম্বরে প্রকাশিত ছোট ভিডিওগুলো থেকে এই ভাইরাল কনটেন্ট তৈরি করা হয়েছে। মূল ভিডিওতে মেয়েটি দশম শ্রেণির ছাত্রা এবং তার মায়ের কেক রান্নার প্রশংসা করেছে; কুকীর্তি বা নোংরামির কোনো উল্লেখ ছিল না।

এছাড়া, AI কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’-এ বিশ্লেষণ করা হলে, ভাইরাল ভিডিওটি AI ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৮.৪ শতাংশ ধরা হয়েছে।

ভাইরাল ভিডিওটিকে আসল ভিডিও দাবি করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে