ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

নতুন পদ্ধতিতে সিজিপিএ বের করবেন যেভাবে

২০২৫ নভেম্বর ১৫ ১৯:৩৬:০৭
নতুন পদ্ধতিতে সিজিপিএ বের করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের সিজিপিএ (CGPA) নির্ধারণ শুরু করেছে। নির্দেশনায় বলা হয়েছে, তত্ত্বীয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বরগুলো প্রথমে লেটার গ্রেড এবং পরে গ্রেড পয়েন্টে রূপান্তরিত হবে।

মূল বিষয়বস্তু:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) অভিন্ন গ্রেডিং নীতিমালা অনুসারে গ্রেড ও গ্রেড পয়েন্ট গণনা করা হবে।

প্রতিটি বছরের গ্রেড নির্ধারিত হবে অর্জিত পয়েন্ট ও ক্রেডিটের ভিত্তিতে। উদাহরণ: চারটি কোর্সে ৩৯ পয়েন্ট অর্জন এবং মোট ১৬ ক্রেডিট থাকলে জিপিএ হবে ৩৯ ÷ ১৬ = ২.৪৪।

সিজিপিএ নির্ণয় করতে প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত মোট অর্জিত পয়েন্টকে মোট ক্রেডিট দিয়ে ভাগ করা হবে।

ইপিএস (Earned Points Secured), জিপিএস (Grade Point Average), টিপিএস (Total Points Secured) এবং সিজিপিএ-এর সংজ্ঞা নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ আছে।

প্রমোশন ও গ্রেড উন্নয়ন:

এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য সব কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

প্রথম থেকে দ্বিতীয় বর্ষ ও দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে অর্ধেক কোর্সে D গ্রেড অর্জন প্রয়োজন। অনুপস্থিত কোর্সের পরীক্ষায় পরবর্তী বছরে অংশগ্রহণ বাধ্যতামূলক।

চতুর্থ বর্ষে F গ্রেড বা অনুপস্থিত কোর্সে শুধুমাত্র গ্রেড উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে।

C, C+ এবং D গ্রেড প্রাপ্ত সর্বোচ্চ দুইটি কোর্সে মানোন্নয়ন পরীক্ষার সুযোগ থাকবে।

F গ্রেডের ক্ষেত্রে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও গ্রেড উন্নীত হলে সেই কোর্সে মানোন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে না। F গ্রেড উন্নীত হলে সর্বোচ্চ A গ্রেড দেওয়ার বিধান।

একই বর্ষে সর্বোচ্চ দুইটি কোর্সে মানোন্নয়ন পরীক্ষায় Pickup পদ্ধতি অনুসরণ করা হবে, অর্থাৎ একাধিকবার পরীক্ষা দিলে উচ্চতর গ্রেড সিজিপিএ গণনায় প্রযোজ্য হবে।

নতুন নির্দেশনা শিক্ষার্থীদের গ্রেড উন্নয়ন ও মানোন্নয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে