ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

ফুটবলের আড়ালে যুদ্ধবাজ আমিরাতি যুবরাজ শেখ মনসুর 

২০২৫ নভেম্বর ০৩ ১০:২৬:৪৫
ফুটবলের আড়ালে যুদ্ধবাজ আমিরাতি যুবরাজ শেখ মনসুর 

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমা বিশ্বে, শেখ মনসুরকে ফুটবলে অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে পরিচয় করা হয়। তবে ক্যামেরার আড়ালে তাঁর আরেকটি রূপ রয়েছে। সুদানের গৃহযুদ্ধে তিনি রসদ জোগান দেন এবং তাঁর নির্মিত হাসপাতালে বিদ্রোহী যোদ্ধাদের চিকিৎসা করা হয়।

আরব আমিরাতের প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান বিশ্বব্যাপী একজন ক্রীড়ানুরাগী হিসেবে পরিচিত। সিটি ফুটবল গ্রুপের ব্যানারে বিশ্বজুড়ে তাঁর ১৩টি ক্লাবের মালিকানা রয়েছে, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটি, এমএলএস-এর নিউ ইয়র্ক সিটি এফসি, লা লিগার জিরোনা এবং ভারতের মুম্বাই সিটি এফসি। এসব প্রকল্পে প্রায় ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।

তবে অন্য পিঠে, সুদানের চলমান গৃহযুদ্ধে বিদ্রোহী আরএসএফ-কে রসদ যোগানোর অভিযোগ রয়েছে আমিরাতের এই রাজপুত্রের বিরুদ্ধে। এই অভিযোগের মূলে রয়েছে আরএসএফ মিলিশিয়ার প্রধান মোহাম্মদ হামদান দাগলোর সাথে শেখ মনসুরের ব্যক্তিগত সম্পর্ক। নিজ দেশে অতিথি হিসেবে বিদ্রোহী নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শেখ মনসুর।

ফুটবলে বিনিয়োগ এবং সাফল্যকে শেখ মনসুর 'স্পোর্টস ওয়াশিং'-এর ভূমিকায় ব্যবহার করছেন বলে অভিযোগ করা হয়। এর আগে এমন দাবি করেছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, "শেখ মনসুর ও তাঁর ক্লাব ফুটবলে তাদের সাফল্যকে ঢাল হিসেবে ব্যবহার করছে, যা দিয়ে মানবাধিকারের চরম লঙ্ঘন ধামাচাপা দেয়াই লক্ষ্য।"

তিন বছর ধরে সুদান সেনাবাহিনীর সাথে গৃহযুদ্ধ চলমান বিদ্রোহী আরএসএফ-এর। এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে