ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

‘শোরুম আল হাসান’ নাম নিয়ে মুখ খুললেন সাকিব

২০২৫ অক্টোবর ২৩ ১৮:২৩:২৬
‘শোরুম আল হাসান’ নাম নিয়ে মুখ খুললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘শোরুম আল হাসান’ বলে ব্যঙ্গ করা হত। কারণ তার খেলার পাশাপাশি বিজ্ঞাপনের শুটিংয়ে নিয়মিত অংশগ্রহণ করায় তাকে লোভী বলেও সমালোচনা করা হতো। দীর্ঘদিন এসব কথা না বললেও সম্প্রতি মুখ খুলেছেন বিশ্বসেরা এই ক্রিকেটার।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমার মনে হয়, কিছু সাংবাদিক ও অনলাইন পোর্টালের বানোয়াট গল্পের কারণে মানুষ আমাকে ‘শোরুম আল হাসান’ নামে ডাকে। কারণ, বাংলাদেশে আগে কেউ এমন করেনি যা আমি করেছি। এসব তাদের জন্য নতুন ছিল, হজম করা কঠিন ছিল।”

তিনি আরও বলেন, “এখন যদি অন্য কেউ একই কাজ করে, তাতে তার ওপর এতটা সমালোচনা পড়ে না, যতটা আমার ওপর পড়েছিল। কারণ আমি প্রথম ছিলাম – ভালো-খারাপও।”

মানুষের ভিন্নমত নিয়ে সাকিব জানান, “মানুষের নিজস্ব ভাবনা থাকতেই পারে, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। কারো কি মনে হয়, আমার কিছু যায় আসে না। আমার কাছে মুখ্য হলো, আমার কাছের মানুষ আমাকে নিয়ে কী ভাবছে। তারা কেউ আমার ওপর এমন সমালোচনা করে না।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে