ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

১৫ টি আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন যারা

২০২৫ নভেম্বর ০৩ ০৯:২১:৪৭
১৫ টি আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদের বিধান অনুযায়ী, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি সরাসরি ৫ শতাংশ নারীকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। দলের খসড়া তালিকায় কমপক্ষে ১৫ জন নেত্রীর নাম রয়েছে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

দলীয় সূত্র থেকে জানা গেছে, সংরক্ষিত ৫০টি নারী আসনের বাইরে প্রতিটি রাজনৈতিক দলকে ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। সেই অনুযায়ী, বিএনপি ১৫ জন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

খসড়া তালিকায় থাকা কয়েকজন নেত্রী হলেন:

আফরোজা খানম রিতা (মানিকগঞ্জ ৩): তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং তার মনোনয়ন প্রায় চূড়ান্ত।

সানিজিদা ইসলাম তুলি (ঢাকা ১৪): তিনি 'মায়ের ডাক' নামক সংগঠনের সমন্বয়কারী এবং তার ভাই বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন নিখোঁজ হওয়ার পর এই সংগঠন গড়ে তোলেন। গুম নিয়ে সোচ্চার ভূমিকার জন্য দেশ-বিদেশে তিনি বেশ প্রশংসিত।

রেহেনা আক্তার রানু (ফেনী ২): সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার রানু ফেনী ২ আসনের মনোনয়ন জরিপে বেশ এগিয়ে আছেন।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (নাটোর ১): সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল নাটোর ১ আসনে মনোনয়ন পেতে পারেন।

বেবী নাজনীন (নীলফামারী ৪): সংগীতশিল্পী বেবী নাজনীন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নীলফামারী ৪ আসনের মনোনয়ন আলোচনায় আছেন।

রিটা রহমান (রংপুর ৩): বিএনপির প্রতিষ্ঠাতা নেতা মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান রংপুর ৩ আসনে মনোনয়ন পেতে পারেন।

কনক চাঁপা (সিরাজগঞ্জ ১): সিরাজগঞ্জ ১ আসনে দ্বিতীয়বারের মতো বিএনপির পক্ষে নির্বাচনের লড়াইয়ে টিকিট পেতে পারেন সংগীতশিল্পী কনক চাঁপা।

ডা: সানসিলা জেবরিন প্রিয়াংকা (শেরপুর ১): জেলা বিএনপি নেতা হযরত আলীর মেয়ে চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াংকা শেরপুর ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হতে পারেন। ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।

হেলেন জেরিন খান (মাদারীপুর ২): জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান মাদারীপুর ২ আসনে সবুজ সংকেত পেয়ে মাঠে কাজ করছেন।

শামা ওবায়েদ (ফরিদপুর ২): প্রবীণ রাজনীতিবিদ, সাবেক বিএনপি মহাসচিব ও সাবেক মন্ত্রী ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ আবারও ফরিদপুর ২ আসনে লড়বেন।

নয়াব ইউসুফ (ফরিদপুর ৩): চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নয়াব ইউসুফ আসন্ন নির্বাচনে ফরিদপুর ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শাম্মী আক্তার (হবিগঞ্জ ৪): সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আক্তার হবিগঞ্জ ৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে মনোনয়ন পাওয়ার আলোচনায় আছেন।

ইসরত সুলতানা এলেন ভুট্টো (ঝালকাঠি ২): সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ইলাত সুলতানা এলেন ভুট্টো ২০০০ সালে উপনির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে আসেন এবং ২০০১ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুকে পরাজিত করেন। আসন্ন নির্বাচনে ঝালকাঠি ২ আসনে ধানের শীষের ঝান্ডা তার হাতেই যাওয়ার কথা শোনা যাচ্ছে।

সাবীরা নাজমুল মুন্নি (যশোর ২): ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবীরা নাজমুল মুন্নি যশোর ২ আসনে মনোনয়ন পেতে পারেন। তার স্বামী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম ২০১১ সালে অপহৃত ও খুন হওয়ার পর তিনি গৃহিণী থেকে রাজনীতিতে আসেন।

এছাড়া, আফরোজা আব্বাস, রুমানা মাহমুদ, হাসিনা আহমেদ, রুমিণ ফারহানা, মাসুদা আফরোজ সূচী, নেওয়াজ হালিমা আরলিসহ আরও বেশ কয়েকজনের নামও শোনা যাচ্ছে।

বিএনপি যদি জোটের শরিকদের জন্য ৫০টি আসন ছাড়ে, সেক্ষেত্রে সরাসরি ভোটে নারী মনোনয়ন ১৫-এর চেয়ে কমে আসতে পারে। নারী নেত্রীদের নির্বাচনে অংশগ্রহণ বাড়ানোর এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে