ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

আদানির সঙ্গে চুক্তি নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

২০২৫ নভেম্বর ০২ ১৮:৫৮:৫৮
আদানির সঙ্গে চুক্তি নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে যদি কোনো ধরনের দুর্নীতি পাওয়া যায়, তাহলে সেই চুক্তি বাতিল করা সম্ভব।

রোববার সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, “চুক্তি বাতিলের প্রক্রিয়া রয়েছে। সাধারণ কারণ দেখিয়ে বা কারণ ছাড়া বাতিল করা যায়, তবে কারণ ছাড়া বাতিল করলে ক্ষতিপূরণ দিতে হয়।”

উপদেষ্টা আরও বলেন, দেশের বিদ্যুতের দাম প্রতিযোগীদের তুলনায় ২৫ শতাংশ বেশি হয়েছে, যা এই দুর্নীতির কারণে। সমস্যাগুলো সমাধান না করলে শিল্প প্রতিষ্ঠান টিকতে পারবে না।

বিদ্যুৎ-অর্থনীতি বিশেষজ্ঞ অধ্যাপক মোশতাক হোসেন খান জানান, বিদ্যুৎ চুক্তিগুলো সার্বভৌম চুক্তি, যা আন্তর্জাতিক আইনের স্বীকৃত। “চুক্তি বাতিল করতে হলে প্রমাণ থাকা জরুরি। আমাদের প্রতিবেদনে দেখানো হয়েছে কোথায় ভুল হয়েছে এবং কারা দায়ী।”

উপদেষ্টা জানান, মাস খানেকের মধ্যে দুর্নীতির শক্ত প্রমাণ পাওয়া যাবে। এরপর আদানি এবং অন্যান্য বড় কোম্পানির বিরুদ্ধে দেশে-বিদেশে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেটা বিশ্লেষণে দেখা গেছে, ২০১১ থেকে ২০২৪ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন চার গুণ বেড়েছে, কিন্তু অর্থ পরিশোধ বেড়েছে ১১ গুণ। এতে বোঝা যায়, দাম ও ব্যয় সম্পর্কে কোনো স্বচ্ছ হিসাব নেই। এছাড়া ক্ষমতা কেন্দ্রীভূতকরণ এবং প্রধানমন্ত্রীর অধীনে থাকা প্রশাসনিক কাঠামোও সমস্যা সৃষ্টি করেছে।

উপদেষ্টা ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে সাধারণ ভোক্তা ও করদাতাদের ক্ষতি রোধ করা যায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে