ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

আজ ইউরোপে সময় পিছিয়ে যাবে এক ঘণ্টা জানুন পেছনের ইতিহাস

২০২৫ অক্টোবর ২৬ ১০:৫৩:৫৪
আজ ইউরোপে সময় পিছিয়ে যাবে এক ঘণ্টা জানুন পেছনের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের শেষ রোববার মানেই ইউরোপজুড়ে সময় বদলের দিন! এ বছরও তার ব্যতিক্রম নয়। আজ, ২৬ অক্টোবর ২০২৫, ইউরোপের সব দেশেই ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। এভাবেই শেষ হবে ‘ডে-লাইট সেভিং টাইম’ বা গ্রীষ্মকালীন সময়—শুরু হবে শীতকালীন বা স্ট্যান্ডার্ড টাইম।

এই সময় পরিবর্তনের মূল উদ্দেশ্য ছিল দিনের আলোকে বেশি সময় কাজে লাগানো। গ্রীষ্মে সূর্য ওঠে আগেভাগে, অস্ত যায় দেরিতে—তখন সময় এক ঘণ্টা এগিয়ে দেওয়ায় সন্ধ্যার আলোতে কাজ করা যায় বেশি সময়। এতে বিদ্যুৎ সাশ্রয় হয় বলে একসময় বিশ্বাস করা হতো। কিন্তু অক্টোবরের শেষে দিন ছোট হতে থাকায় আবার সময় ফেরানো হয় স্বাভাবিক অবস্থায়।

তবে এখন এই নিয়ম নিয়ে ইউরোপজুড়ে বিতর্ক! অনেকেই মনে করেন, বিদ্যুৎ সাশ্রয়ের সেই পুরোনো যুক্তি আধুনিক যুগে আর তেমন কার্যকর নয়। বরং বছরে দুইবার সময় বদল মানুষের ঘুমের ছন্দ, কর্মদক্ষতা ও জৈবিক ঘড়ি বিঘ্নিত করে। তাই ইউরোপীয় ইউনিয়ন এই প্রথার ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যে পুনর্বিবেচনা শুরু করেছে।

যখন লন্ডনে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে, তখন বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য হবে ৬ ঘণ্টা, আগের ৫ ঘণ্টা নয়।

ঘড়ির কাঁটা পেছানো মানে শুধু সময় বদল নয়, বরং ঋতুর আগমনের এক প্রতীকী বার্তা। দিন ছোট হয়, সন্ধ্যা নামে তাড়াতাড়ি—আর বাতাসে ভেসে আসে শীতের আগমনী সুর। সময় চলে তার নিজের ছন্দে, মানুষ শুধু মানিয়ে নেয়—এক ঘণ্টা এগিয়ে কিংবা এক ঘণ্টা পিছিয়ে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে