ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

২০২৫ অক্টোবর ২৫ ১৬:৫৫:১৯
ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় চলন্ত অটোরিকশায় চালক ও ছিনতাইকারীদের মধ্যে ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ভিডিওটিতে দেখা যায়, এক যুবক (চালক) চলন্ত সিএনজির পেছনের বাম্পারে ঝুলে নিজের অটোরিকশা বাঁচানোর চেষ্টা করছেন। গাড়ির ভেতরে থাকা দুজন ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করছে এবং নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তবু যুবকটি প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন।

দৃশ্যটি ধারণ করেন পেছনে থাকা এক বাসযাত্রী, নাজির উদ্দিন শাহ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা চালকের সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করেন।

পুলিশ জানায়, ঘটনাটি সম্ভবত ২৩ অক্টোবর রাত ১টা থেকে ২৪ অক্টোবর ভোরের মধ্যে মদনপুর এলাকায় ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। চালক তখন গাড়ির পেছনে ঝাঁপিয়ে পড়ে তা উদ্ধারের চেষ্টা করেন।

পুলিশের অভিযান চলছে, তবে এখনো অভিযুক্তদের শনাক্ত করা যায়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “ভিডিওটি আমরা দেখেছি, তবে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থল শনাক্তের চেষ্টা চলছে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে