ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘পদ্মা’ শব্দে কাশি দিয়ে ধরা পড়ল যুবক

২০২৫ অক্টোবর ২৫ ১৪:২৪:৪২
‘পদ্মা’ শব্দে কাশি দিয়ে ধরা পড়ল যুবক

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর শহরের কসবা এলাকায় কেরী মেমোরিয়াল হাইস্কুলে খাদ্য অধিদপ্তরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একজন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটক পরীক্ষার্থীর নাম কৃষ্ণকান্ত রায়, বিরল উপজেলার সিঙ্গুল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছর স্নাতক শেষ করেছেন এবং দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কৃষ্ণকান্ত পরীক্ষার হলে বারবার কাশি দিচ্ছিলেন। এই অস্বাভাবিক আচরণ দেখে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা তাকে তল্লাশি করেন। এসময় তার কাছ থেকে দুটি যোগাযোগ ডিভাইস উদ্ধার করা হয়—একটি কান-এ লাগানো ছিল, আরেকটি গেঞ্জির ভেতরে লুকানো।

জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত স্বীকার করেছেন যে, তিনি একটি ঢাকার চক্রের মাধ্যমে পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষার নির্দেশ ছিল, প্রশ্নপত্রের সেট ‘পদ্মা’ হলে কাশি দিতে হবে, কিন্তু ঠিকভাবে বুঝতে না পেরে বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়েন।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “আমাদের কাছে তথ্য ছিল যে, এক পরীক্ষার্থী ডিভাইস ব্যবহার করছেন। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে আমরা তাকে আটক করি এবং সত্য বেরিয়ে আসে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে