ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে আর্থিক খাতের ৪ প্রতিষ্ঠানে

২০২৫ অক্টোবর ২৫ ২১:১৬:২৫
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে আর্থিক খাতের ৪ প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে ৪টিতে সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, আর বাকি ১৯টিতে কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার চার কোম্পানি হলো — বিডি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং।

বিডি ফাইন্যান্স

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৮ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ২৬৭টি, পরিশোধিত মূলধন ১৮৮ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা। আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ছিল ২৫.৮৯% শেয়ার, যা সেপ্টেম্বর মাসে ১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৬৯%-এ। বর্তমানে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ১৮.৮৯%, আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৩.৪২% শেয়ার।

আইডিএলসি ফাইন্যান্স

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৪৩ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৪০৯টি এবং পরিশোধিত মূলধন ৪৩৬ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা। আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ছিল ২৭.৭১% শেয়ার, যা সেপ্টেম্বর মাসে ০.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮.২৬%-এ। এ ছাড়া উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৬.৬৬%, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১.১১%, এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৩.৯৭% শেয়ার।

মাইডাস ফাইন্যান্স

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৫০৭টি, পরিশোধিত মূলধন ১৪৩ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ছিল ২৬.৩২% শেয়ার, যা সেপ্টেম্বর মাসে ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৩৬%-এ। এ সময় উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৮.৩৬%, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৪২%, এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪.৮৬% শেয়ার।

প্রিমিয়ার লিজিং

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ২১০টি, পরিশোধিত মূলধন ১৩২ কোটি ৯৭ লাখ টাকা। আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ছিল ২২.৭৯% শেয়ার, যা সেপ্টেম্বর মাসে ০.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২.৯৭%-এ। বর্তমানে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ২০.৭২%, আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৬.৩১% শেয়ার।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে