ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

স্ত্রীর সঙ্গে বাবার প্রেম, প্রাণ হারাতে হলো ছেলেকে!

২০২৫ অক্টোবর ২৫ ১৩:১৮:৩০
স্ত্রীর সঙ্গে বাবার প্রেম, প্রাণ হারাতে হলো ছেলেকে!

নিজস্ব প্রতিবেদক: ভারতের পাঞ্জাব প্রদেশে এক প্রাক্তন ডিজি'র পরিবারে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। ঘটনাটির পর একের পর এক বিস্ফোরক তথ্য, ভিডিও ও অভিযোগ প্রকাশ্যে আসছে। এই ঘটনা প্রেম, প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং পারিবারিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।

১৬ অক্টোবর, ২০২৪ তারিখে পাঞ্জাবের পঞ্চগুলায় নিজের বাড়িতে ৩৫ বছর বয়সী আইনজীবী আখিল আখতারকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে অতিরিক্ত মাদকসেবনের কারণে হওয়া একটি স্বাভাবিক মৃত্যু বলে জানায়। ময়নাতদন্তেও বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ঘটনার পরপরই আখিলের কিছু ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর একটি ভিডিওতে আখিল তার স্ত্রী ও বাবা মোহাম্মদ মুস্তাফার মধ্যে অবৈধ সম্পর্কের কথা উল্লেখ করে দাবি করেন যে তারা তাকে মিথ্যা মামলায় ফাঁসাতে বা মেরে ফেলতে পারে। আরেক ভিডিওতে তিনি বলেন, তার মা ও বোন তার বিরুদ্ধে একটি বিশাল পারিবারিক ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যার মূল লক্ষ্য ছিল তাকে পাগল প্রমাণ করে সমাজের চোখে ছোট করে দেওয়া। এই ভিডিওতে তিনি আরও দাবি করেন যে, তিনি নিশ্চিত নন তার কন্যা সন্তানটি তারই কিনা। একটি ভিডিওর শেষ অংশে তিনি বলেন যে, তাকে কেউ মারতে পারে কিনা, দেখে নেবেন এবং সবাইকে প্রতারক বলে দাবি করেন।

অন্যদিকে, অভিযুক্ত আখিলের বাবা মোহাম্মদ মুস্তাফা এবং রাজিয়া সুলতানা এসব অভিযোগ অস্বীকার করে জানান যে, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে। তারা যুক্তি দেন যে, আখিলের বাবা একজন সাবেক ডিজি (পুলিশ মহাপরিদর্শক) এবং মা একজন সাবেক রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের মতে, আখিল মাদকাসক্ত হওয়ায় এসব কথা বলেছেন।

বিপরীতমুখী এই ভিডিওগুলো পুলিশের তদন্তকে আরও রহস্যময় করে তুলেছে। পুলিশ জানিয়েছে যে তারা পুরো বিষয়টি 'ওপেন মাইন্ডে' (Open Minded) তদন্ত করছে এবং আখিলের লেখা ব্যক্তিগত ডায়েরি, তার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এই চাঞ্চল্যকর ঘটনা বর্তমানে পুরো ভারতজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে— এই ঘটনায় কে সত্য আর কে মিথ্যা? আখিল আখতারের মৃত্যু কি নিছকই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে ভারতের রাজনীতির আরও একটি অন্ধকার অধ্যায় লুকিয়ে আছে?

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে