ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ছেলের হাতে প্রাণ গেল বাবার , ছেলেকে বাঁচাতে নাটক সাজালো মা

২০২৫ অক্টোবর ২৫ ১৩:১৫:৪২
ছেলের হাতে প্রাণ গেল বাবার , ছেলেকে বাঁচাতে নাটক সাজালো মা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এক যুবক নিজের বাবাকে কুপিয়ে হত্যা করেছেন, এবং পুরো ঘটনাটি ধরা পড়েছে ভবনের ভেতরের সিসিটিভি ক্যামেরায়।

ফুটেজে দেখা যায়—দুই ব্যক্তি সিঁড়ি দিয়ে নামছেন। তাদের মধ্যে একজনকে অন্যজন টেনে বা কাঁধে বহন করে নিচে আনছে। দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে স্থানীয়রা সেটি দেখে হতবাক হয়ে যান।

এক প্রতিবেশী জানান,“আমরা চিৎকার শুনে বাইরে বের হই। দেখি, একজনের শরীর রক্তে ভেজা, আর তার হাতে চাপাতি ও বটি।”

অন্য এক প্রতিবেশী বলেন,“রুমে ঝগড়া হওয়ার পর ছেলেটি বাবাকে ছাদে নিয়ে যায়। এরপর সেখানেই কুপিয়ে হত্যা করে।”

গুরুতর আহত বাবাকে প্রথমে হাবিব ক্লিনিক ও গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলেও ভর্তি করা হয়নি। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এক গাড়িচালক, যিনি আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান, বলেন—“হাসপাতালে নামানোর সময় তার পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছিল। আমি তখনই বুঝেছিলাম, হয়তো বাঁচবেন না।”

সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান,“প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি বলছিল, তার বাবা রাগারাগি করতেন ও ইট দিয়ে মারতে আসতেন। পরে সে দাবি করে, ছিনতাইকারীরা তার বাবাকে হত্যা করেছে ও সিএনজি ছিনতাই করেছে।”

পুলিশ ঘটনার বর্ণনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এসআই বলেন—“আমরা মনে করছি বিষয়টি সাজানো। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত সত্য জানা যাবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে