ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

‘সালমান শাহর বুকে আমি নিজেই ছুরি চালাই’

২০২৫ অক্টোবর ২৫ ১৩:০৮:২৫
‘সালমান শাহর বুকে আমি নিজেই ছুরি চালাই’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যু মামলা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে। নতুন তদন্তের আলোচনায় উঠে এসেছে তার মৃত্যুর সময়কার এক গুরুত্বপূর্ণ সাক্ষী— মর্গকর্মী রমেশের (বর্তমানে সেকান্দার) বক্তব্য।

রমেশই ছিলেন সেই ব্যক্তি, যিনি সালমান শাহের মরদেহে প্রথম ছুরি চালিয়েছিলেন ময়নাতদন্তের সময়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিস্তব্ধ মর্গের স্মৃতি এখনও ভুলতে পারেননি রমেশ। তিনি বলেন—“লাশ কাটতে কাটতেও বিশ্বাস হচ্ছিল না যে সালমান মারা গেছেন। তখন মর্গে হাজার হাজার মানুষ কাঁদছিল। চলচ্চিত্র জগতের সবাই সেখানে উপস্থিত ছিলেন। কেউই মেনে নিতে পারছিল না তার মৃত্যু।”

ধর্মান্তরিত হয়ে বর্তমানে সেকান্দার নাম ধারণ করা রমেশ বলেন—“চিকিৎসকের নির্দেশে আমাকে ময়নাতদন্ত সম্পন্ন করতে হয়েছিল। আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই। সেটা আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল।”

৩৫ বছরের চাকরি শেষে বর্তমানে অবসরজীবনে আছেন তিনি। তার ভাষায়—“হাজার হাজার লাশ কেটেছি, কিন্তু সালমানের লাশে হাত দেওয়ার সেই স্মৃতি ভোলার নয়।”

১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছিলেন তার সাবেক স্ত্রী সামিরা হক। তবে সালমানের পরিবার বরাবরই বলেছেন— এটি একটি পরিকল্পিত হত্যা।

দীর্ঘ ২৯ বছর পর, গত ২০ অক্টোবর আদালত আনুষ্ঠানিকভাবে সালমান শাহ হত্যাকাণ্ডে মামলা করার নির্দেশ দিয়েছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে