ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

বর্ষার নির্দেশে প্রেমিকের হাতে ছাত্রদল নেতার খুন

২০২৫ অক্টোবর ২১ ১১:৩১:২৭
বর্ষার নির্দেশে প্রেমিকের হাতে ছাত্রদল নেতার খুন

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা এবং তার প্রেমিক মাহীর রহমান। দীর্ঘদিনের প্রেমের টানাপড়েন ও ত্রিভুজ প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ঢাকা বংশাল থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্ষা ও মাহীর মিলে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে। হত্যার দিনে মাহীরের সঙ্গে আরও দুই বন্ধু ছিল। হত্যার জন্য তারা নতুন দুটি সুইচ গিয়ার ছুরি কিনে আনে। বর্ষাই মাহীরকে হত্যার জন্য প্ররোচিত করে।

ওসি আরও জানান, বর্ষা ও মাহীরের সম্পর্ক ছিল দীর্ঘ ৯ বছরের। কিন্তু সম্প্রতি বর্ষা তার গৃহশিক্ষক জোবায়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং মাহীরকে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে বলেন। কিছুদিন পরেই আবার বর্ষা মাহীরকে জানায়, সে আর জোবায়েদকেও ভালোবাসে না। এই প্রেম-ঘটিত দ্বন্দ্ব থেকেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে তারা।

প্রথমে বর্ষা হত্যার কথা অস্বীকার করলেও, মাহীর ও বর্ষাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিস্তারিত স্বীকার করে। তদন্তে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর থেকেই তারা হত্যার ছক আঁকছিল।

২১ অক্টোবর বিকেল ৪টা ৪৫ মিনিটে পুরান ঢাকার আরমানিটোলার নূরবক্স লেনের রওশান ভিলার তিনতলায় খুন হন জোবায়েদ। তিনি গত এক বছর ধরে ওই বাসায় বর্ষাকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াচ্ছিলেন। ঘটনার দিন, বাসার নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িজুড়ে রক্তের দাগ দেখা যায়। তিনতলার সিঁড়িতে জোবায়েদের নিথর দেহ উপুড় হয়ে পড়ে ছিল।

হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীরা বংশাল থানার সামনে বিক্ষোভ ও আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে। তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ চালায় তারা। এরপর রাত ১১টার দিকে পুলিশ বর্ষাকে নিজ বাসা থেকে হেফাজতে নেয়। একপর্যায়ে বর্ষা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

রাত ১০টা ৫০ মিনিটে নিহত জোবায়েদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। পরদিন সোমবার তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়। জোবায়েদ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে