ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

বিকালে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

২০২৫ অক্টোবর ২১ ০৭:০৩:৫০
বিকালে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানি আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বোর্ড সভা আহ্বান করেছে। এসব সভায় ডিভিডেন্ড ঘোষণা ও প্রান্তিক ভিত্তিক আয়-প্রতিবেদন (ইপিএস) প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।

কোম্পানিগুলো হলো— সমরিতা হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, স্কয়ার টেক্সটাইল, খান ব্রাদার্স পিপিব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন), তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

এর মধ্যে সমরিতা হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, স্কয়ার টেক্সটাইল, খান ব্রাদার্স পিপিব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং আইএসএন বোর্ড সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্যালোচনার পর তারা শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।

একইসঙ্গে, সমরিতা হসপিটাল সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও বিবেচনা করবে এবং ইপিএস (Earnings Per Share) প্রকাশ করবে।

অন্যদিকে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও লাফার্জ হোলসিম বাংলাদেশ যথাক্রমে প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) এবং তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তাদের ইপিএস প্রকাশ করবে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে