ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

তৃতীয় বিশ্বযুদ্ধের আগেই নাগরিকদের জন্য সুইডেনের বড় পরিকল্পনা

২০২৫ অক্টোবর ১৮ ১১:৪০:০৬
তৃতীয় বিশ্বযুদ্ধের আগেই নাগরিকদের জন্য সুইডেনের বড় পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে উত্তেজনা যেভাবে বাড়ছে, তাতে ২০২৫ সালেই বা ২০২৬ সালের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে— এমন শঙ্কা করছে সুইডেন। এই আশঙ্কার প্রেক্ষিতে দেশটি জাতীয়ভাবে খাদ্য মজুতের সিদ্ধান্ত নিয়েছে।

সুইডেনের বোর্ড অব এগ্রিকালচার (কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা) এক বিবৃতিতে জানিয়েছে,"বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধও বাধতে পারে। এই সম্ভাবনা মাথায় রেখেই দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্যসহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুতের উদ্যোগ নেওয়া হয়েছে।"

কেমন হবে এই মজুত ব্যবস্থা?

প্রকল্পের জন্য বরাদ্দ: ৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার

সময়সীমা: ২০২৬ সাল থেকে ২০২৮ সালের মধ্যে

গুদাম সংখ্যা: দেশজুড়ে একাধিক

প্রতিদিনের খাদ্য পরিকল্পনা: প্রতিটি নাগরিকের জন্য দৈনিক ৩,০০০ ক্যালরি খাবার মজুত রাখার লক্ষ্য

সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ডও যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে নাগরিকদের প্রশিক্ষণ দিতে যাচ্ছে। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া এই প্রশিক্ষণে মানুষকে শেখানো হবে— যুদ্ধ বা সংকটকালে দৈনন্দিন জীবন কীভাবে চালিয়ে যেতে হয়।

সুইডেন ও ফিনল্যান্ডের এই প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করা হলে ক্রেমলিনের (রুশ প্রেসিডেন্টের কার্যালয়) এক কর্মকর্তা রুশ সংবাদমাধ্যম আরটি (RT)-কে বলেন,"পশ্চিমা বিশ্ব সবকিছুকে রুশবিরোধী হিস্টিরিয়ায় পরিণত করছে। সুইডেনের খাদ্য মজুত কিংবা নাগরিক প্রশিক্ষণ— সবই সেই হিস্টিরিয়ার অংশ। রাশিয়ার কারণে কেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে?"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে