ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Sharenews24

নোবেল পেল যুক্তরাষ্ট্র, মঞ্চে উঠলেন না ট্রাম্প

২০২৫ অক্টোবর ১৭ ১৪:৩৪:৫৫
নোবেল পেল যুক্তরাষ্ট্র, মঞ্চে উঠলেন না ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের অক্টোবর মাসে সুইডেনের স্টকহোমে আয়োজিত এক অনাড়ম্বর আয়োজনে ঘোষিত হয় চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। ছয়টি বিভাগে মোট ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হন। এর মধ্যে সবচেয়ে বেশি নোবেল অর্জন করে যুক্তরাষ্ট্র—পাঁচজন মার্কিন নাগরিক পদার্থবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান ও রসায়নে অসামান্য গবেষণার জন্য পুরস্কার লাভ করেন।

পদার্থবিজ্ঞানে জন এম. মার্টিনিজ এবং জন ক্লার্ক কোয়ান্টাম টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন নিয়ে গবেষণার জন্য সম্মাননা লাভ করেন। চিকিৎসাবিজ্ঞানে মেরি ই. ব্লাঙ্কো এবং ফ্রেড র‍্যামসডেল মানবদেহে ইমিউন টলারেন্সের জটিল প্রক্রিয়া উন্মোচন করে চিকিৎসাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেন। রসায়নে ওমর এম. ইয়াঘি তাঁর মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs) নিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এছাড়া শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো, যিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। সাহিত্যে নোবেল অর্জন করেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই, যাঁর লেখায় বিমূর্ততা ও গভীর দার্শনিক প্রজ্ঞার প্রকাশ ঘটেছে। অর্থনীতিতে নোবেল পান পিটার হাওয়িট (কানাডা), জোয়েল মোকিয়র (নেদারল্যান্ডস), এবং ফিলিপ আগিওঁ (ফ্রান্স)।

তবে পুরস্কার ঘোষণার দিন আলোচনায় চলে আসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বক্তব্যে তিনি দাবি করেন, শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী তাকে ফোন করে জানান, তিনি এই পুরস্কারটি ট্রাম্পের সম্মানে গ্রহণ করছেন। ট্রাম্প বলেন, "আমি বলিনি আমাকে দিয়ে দাও, তবে তিনি হয়তো সেটাই ভাবতে পারেন।"

এর আগেও ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তাঁর প্রচেষ্টা—বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ডস—নোবেল পাওয়ার জন্য যথেষ্ট ছিল। তবে নোবেল কমিটি সাধারণত এমন কাজকে মূল্যায়ন করে, যার দীর্ঘমেয়াদি মানবিক প্রভাব রয়েছে—বিশ্বশান্তি, মানবাধিকার রক্ষা কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠার মতো মৌলিক অবদানকে প্রাধান্য দেয়।

এ বছর যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা যখন বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছেন, তখন ট্রাম্পের ব্যক্তিগত প্রতিক্রিয়া নোবেল পুরস্কারের রাজনৈতিক দিক এবং তার নৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে