ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Sharenews24

৩ দাবি না মানলে সংসদের দক্ষিণ প্লাজা ছাড়বেন না জুলাই যোদ্ধারা

২০২৫ অক্টোবর ১৭ ১৫:১৩:৫৭
৩ দাবি না মানলে সংসদের দক্ষিণ প্লাজা ছাড়বেন না জুলাই যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন 'জুলাই যোদ্ধারা'। তারা সাফ জানিয়ে দিয়েছেন—দাবি পূরণ না হলে সংসদের গেট ছাড়বেন না।

‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামের সংগঠনটি নিম্নোক্ত তিনটি প্রধান দাবি তুলেছে:জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে ‘জুলাই আহত বীর’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে আহতদের জন্য।এসব দাবিকে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। এর আগে তারা সংসদে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

আহত যোদ্ধা জিহাদ হাসান অভিযোগ করে বলেন—"সনদের ৫ ধারায় সব হত্যাকাণ্ডের কথা বলা হলেও সেটা পরিষ্কার নয়। আহতদের কথা স্পষ্টভাবে আসেনি। শহীদ পরিবারের মতো আমাদেরও সুরক্ষা দরকার।"

তিনি আরও বলেন,“আমাদের তো অন্তত আমন্ত্রণ জানানো উচিত ছিল। অনুষ্ঠানস্থলে ঢুকতে জোরাজুরি করতে হবে কেন?”

কমিশনকে আপত্তি জানালেও পরিবর্তনের সুযোগ নেই বলে জানানো হয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তিনি বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন।

অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজর রাখছে প্রশাসন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে