ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

ছুটি বাতিল, ওভারটাইম বাধ্যতামূলক

২০২৫ অক্টোবর ১৭ ১২:১৩:৩১
ছুটি বাতিল, ওভারটাইম বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। প্রয়োজন হলে অফিস সময়ের বাইরেও উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রস্তুতিমূলক সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এখন থেকেই ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারঘোষিত ছুটির দিনসহ অফিস সময়ের পরেও কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হতে পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে