ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

শনিবার ব্যাংক খোলা রাখার অপ্রত্যাশিত ঘোষণা

২০২৫ অক্টোবর ১৬ ১৮:৪৬:৩৪
শনিবার ব্যাংক খোলা রাখার অপ্রত্যাশিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম নির্বিঘ্ন এবং সুবিধাজনক করার লক্ষ্যে আগামী শনিবার (১৮ অক্টোবর) দেশের নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে। এ সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করেছে, যা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো শনিবারও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী ব্যক্তি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংক শাখাগুলো খোলা রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় জনস্বার্থে জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয় ২৭ জুলাই থেকে এবং তা ১২ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল। পরবর্তীতে সময় বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত করা হয়। বর্তমানে অপেক্ষা রয়েছে চাঁদ দেখা অনুসারে, আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হজে অংশগ্রহণের জন্য মন্ত্রণালয় জানিয়েছে, ১২ বছর বা তার বেশি বয়সী এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ মুসল্লিরাই হজে যেতে পারবেন।

সরকারি হিসেব অনুযায়ী, এবার হজে খরচ কিছুটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান ভাড়া হ্রাসের কারণে ২০২৬ সালের নতুন প্যাকেজ অনুযায়ী ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

সরকারি ব্যবস্থাপনায় এবার মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে ২০২৫ সালে দুটি প্যাকেজ ছিল। ২০২৫ সালে সরকারি প্যাকেজ-১ এর খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, এবং প্যাকেজ-২ এর খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, যার ভিত্তিতে বেসরকারি হজ এজেন্সিগুলো নিজেদের প্যাকেজ তৈরি করে।

গত ২৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন ২০২৬ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন।

বাংলাদেশে প্রতিবারের মতো এবারও ধর্ম মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে হজের নিবন্ধন ও অন্যান্য কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে