ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

বিসিবির সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ

২০২৫ অক্টোবর ১৭ ১১:১৩:১৬
বিসিবির সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের মাদ্রাসাগুলোতে ক্রিকেট চালু করার পরিকল্পনা নিয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,“এডুকেশনাল ইনস্টিটিউটে ক্রিকেটটা যদি ছড়িয়ে দিতে পারি, মাদ্রাসা তারই একটা অংশ। মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে, তাদের জন্য আমরা সেই ব্যবস্থা করছি।”

তবে তিনি কওমি বা আলিয়া—কোনো নির্দিষ্ট ধারার মাদ্রাসার কথা উল্লেখ না করায় এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও, অনেক কওমি ধারার মানুষ এটিকে নেতিবাচকভাবে দেখছেন।

এই প্রসঙ্গে ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ ১৭ অক্টোবর নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে বক্তব্য দেন। তিনি বলেন:“ক্রিকেট বা অন্য খেলাধুলা শরিয়তের দৃষ্টিতে বৈধ, যদি তা হারাম কোনো উপাদান (যেমন: জুয়া, বেপর্দা, আসক্তি ইত্যাদি) মুক্ত থাকে। শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে খেলা জায়েজ—সে মাদ্রাসার ছাত্র হোক বা অন্য কেউ।”

তবে তিনি সতর্ক করে বলেন, খেলাকে জীবিকার পেশা হিসেবে গ্রহণ করা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কারণ এতে অর্থ উপার্জন ও ব্যবসায়িক দিক জড়িয়ে পড়ে, যা ধর্মীয়ভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে।

“আজকাল খেলা একটি সিরিয়াস ইস্যুতে পরিণত হয়েছে। এর পেছনে এমন কিছু মহল রয়েছে যারা মুসলিম সমাজকে দুনিয়ায় মগ্ন রাখতে এবং দ্বীন থেকে দূরে সরিয়ে রাখতে চায়,”—বলেন শায়খ আহমাদুল্লাহ।

তিনি আরও যোগ করেন,“টুর্নামেন্ট বা খেলা আয়োজন করা হারাম নয়, যদি তাতে শরিয়াবিরোধী কিছু না থাকে। এটি নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে