ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

২০২৫ অক্টোবর ১৬ ১১:০৮:০৭
জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

নিজস্ব প্রতিবেদক: বামপন্থী চারটি রাজনৈতিক দল জানিয়েছে, জুলাই জাতীয় সনদে তারা স্বাক্ষর করবে না। বুধবার এসব দল একযোগে জানান, সংবিধানের চারটি মূলনীতি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি এবং অন্যান্য কারণেও তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

বামপন্থী দলগুলো হলো—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)।

অন্যদিকে, গণফোরাম হুঁশিয়ারি দিয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সনদে অন্তর্ভুক্ত না হলে তারা স্বাক্ষর করবে না।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “আগামীকাল পর্যন্ত যদি আমাদের দাবিগুলো সনদে প্রতিফলিত না হয়, তবে আমরা স্বাক্ষর করব না।”

এ বিষয়ে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, “জুলাই সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস যথাযথভাবে প্রতিফলিত হয়নি, তাই আমরা এতে স্বাক্ষর করব না।”

তিনি আরও জানান, “৮৪ দফা সুপারিশের মধ্যে চার বামপন্থী দলের মতানৈক্য বা নোট অব ডিসেন্টের ব্যাখ্যা সনদে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া, সনদে এমন একটি শর্ত রয়েছে যে, এটি কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না—এটিও আমরা মেনে নিতে পারছি না।”

এদিকে, রাজনৈতিক বিশ্লেষক সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে