ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

এবার নতুন নিয়মে করতে হবে এইচএসসির খাতা চ্যালেঞ্জ

২০২৫ অক্টোবর ১৬ ০৯:৩০:৫৩
এবার নতুন নিয়মে করতে হবে এইচএসসির খাতা চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল না পেলে পুনঃনিরীক্ষণ (খাতা চ্যালেঞ্জ) করার সুযোগ পান। এবারও সেই সুযোগ থাকছে, তবে আবেদনের নিয়ম বদলেছে। এসএমএসের বদলে এবার আবেদন করতে হবে অনলাইনে।

✅ নতুন নিয়মে আবেদন যেভাবে করবেন:

ওয়েবসাইটে যান:

https://rescrutiny.eduboardresults.gov.bd

তথ্য দিন:

রোল নম্বর

রেজিস্ট্রেশন নম্বর

বোর্ড নির্বাচন

সাবমিট করুন:

এরপর একটি নতুন স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে।

মোবাইল নম্বর দিন:

ফলাফল পরিবর্তন হলে এই নম্বরেই এসএমএস পাঠানো হবে।

ফি পরিশোধ ও আবেদন পদ্ধতি:

প্রতি পত্রে ফি: ১৫০ টাকা

(দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে দুই পত্রেই আবেদন করতে হবে)

পেমেন্ট মাধ্যম:

বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিডিবিএল রকেট, টেলিটক সিম

ফি পরিশোধের পরে:

আবেদন পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

আবেদন সংশোধন বা বাতিল কিভাবে করবেন?

ফি দেওয়ার আগেই:

আবেদন পরিবর্তন করতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে বিষয় সরানো যাবে।

ফি দেওয়ার পরে:

আবেদন বাতিল বা পরিবর্তন করা যাবে না। তাই ফি পরিশোধের আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই করে নিন।

আগে এই আবেদন এসএমএসের মাধ্যমে করা যেত।এখন সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে পোর্টালের ‘হেল্প’ বাটনে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে