ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

আগের সংসার নিয়ে মুখ খুললেন সানভীস বাই তনির স্বামী

২০২৫ অক্টোবর ১৪ ১২:৪০:২৭
আগের সংসার নিয়ে মুখ খুললেন সানভীস বাই তনির স্বামী

নিজস্ব প্রতিবেদক : আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনিকে বিয়ে করে ফের আলোচনায় এসেছেন অভিনেতা ও উপস্থাপক মো. সিদ্দিক।

তাদের বিয়ের ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে সিদ্দিকের আগের সংসারের সন্তানের ছবি ছড়িয়ে দিয়ে অনেকেই সহানুভূতি প্রকাশ করছেন, এবং তনির দিকেই আঙুল তুলছেন।

এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন সিদ্দিক। ১৩ অক্টোবর নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন—“তনি এখন আমার স্ত্রী… কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে অনুমান ও ট্রল হচ্ছে, তা অনুচিত।”

তিনি আরও জানান, তার বিবাহবিচ্ছেদ হয়েছে ৬ বছর আগে (২০১৯ সালে)। প্রাক্তন স্ত্রী এখন অন্যত্র জীবনে স্থিত।

“আমার সন্তানেরা নাবালক, তাদের গোপনীয়তা রক্ষা করা উচিত। তাদের কোনো অনলাইন বিতর্কে জড়ানো ঠিক না,”—বলেছেন সিদ্দিক।

সিদ্দিকের ভাষ্য,“আমি ও তনি দুজনেই প্রাপ্তবয়স্ক, আইনসম্মতভাবে নতুন জীবন শুরু করেছি। কেউ অবৈধ কিছু করিনি।”

সিদ্দিকের পোস্টটি শেয়ার করে তনি লেখেন—“আমাকে নিয়ে পোস্ট দেন, নিউজ করেন—কোনো সমস্যা নেই। আমার আইডিতে ফলোয়ার বাড়ে! কিন্তু বাচ্চাদের জড়ানো খুব খারাপ।”

একই রাতে নিজের জন্মদিনে স্ত্রী তনিকে ধন্যবাদ জানিয়ে সিদ্দিক লেখেন—“তুমি আমার জন্মদিনকে বিশেষ করে তুলেছো। তোমায় অনেক ভালোবাসি।”

জবাবে তনি লেখেন—“তোমার মতো মানুষকে উদযাপনের জন্য একটা দিন যথেষ্ট নয়!”

তনি এর আগেও আলোচনায় এসেছিলেন, যখন তার দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককে মারা যান (৭ অক্টোবর ২০২৪)। তখন বয়সের পার্থক্য ও সম্পর্ক নিয়ে তনিকে তীব্র ট্রলের মুখে পড়তে হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে