ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

যার সকাল শুরু হয় নিরাপদে, তার জন্যই সব নিয়ামত

২০২৫ অক্টোবর ১৪ ১২:০৪:৪৮
যার সকাল শুরু হয় নিরাপদে, তার জন্যই সব নিয়ামত

নিজস্ব প্রতিবেদক : কখনো কি ভেবেছেন, আপনি হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন?হ্যাঁ, এক হাদিসে এমনটাই বলেছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।

জীবনে অনেক সময়েই হতাশা ঘিরে ধরে—অন্যের চেয়ে কম পাওয়া, কষ্টের মুহূর্ত, ভাঙা মন। মনে হয়, কেন শুধু আমার সঙ্গেই এমন হচ্ছে? অথচ ইসলাম আমাদের শেখায়—সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখতে এবং তাঁর দেওয়া নিয়ামতের কদর করতে।

রাসুল (সা.) এক হাদিসে বলেছেন:"যে ব্যক্তি নিরাপদে সকালে জেগেছে, সুস্থ দেহে আছে, এবং তার কাছে একদিনের খাবার মজুত রয়েছে—সে যেন দুনিয়ার সমস্ত সম্পদের অধিকারী হয়েছে।"(তিরমিজি: ২৩৪৬, ইবনু মাজাহ: ৪১৪১)

অন্য এক হাদিসে (বুখারি: ৬৪৯০) বলা হয়েছে,"যখন তোমরা এমন কাউকে দেখো, যার অর্থ-বিত্ত বেশি, তখন তার চেয়ে কম ভাগ্যবানদের দিকে তাকাও।"

এই দৃষ্টিভঙ্গিই মানুষের মনে শান্তি ও কৃতজ্ঞতা আনে।আজকের অস্থির পৃথিবীতে—যেখানে অনেকে ঘর, প্রিয়জন কিংবা সবকিছু হারিয়ে ফেলেছে—নিজের জীবনে থাকা ছোট ছোট নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✅ প্রতিদিন সকালে নিরাপদ ঘুম থেকে ওঠা,

✅ সুস্থ থাকা,

✅ এবং একদিনের খাবার থাকা— এই তিনটি যদি আপনার থাকে, তাহলে আপনি গুনে শেষ না হওয়া নিয়ামতের মালিক!

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে