ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

ট্রাম্পের প্রস্তাবে যেসব বিষয়ে সম্মত হলো হামাস

২০২৫ অক্টোবর ০৪ ১৮:২৫:০৯
ট্রাম্পের প্রস্তাবে যেসব বিষয়ে সম্মত হলো হামাস

নিজস্ব প্রতিবেদক : গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার সবগুলো না মানলেও, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি জানিয়েছে। বিশেষ করে যুদ্ধ বন্ধে পশ্চিমা ও আরব বিশ্বের অগ্রাধিকার পাওয়া শর্তগুলোর প্রতি তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

হামাস যেসব বিষয়ে সম্মত:

ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস।

গাজা উপত্যকার প্রশাসন একটি নিরপেক্ষ ‘স্বাধীন ফিলিস্তিনি সংস্থার’ হাতে তুলে দিতে প্রস্তুত।

এই প্রশাসন পরিচালিত হবে টেকনোক্র্যাটদের মাধ্যমে, আরব ও ইসলামী বিশ্বের সমর্থন এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে।

হামাস যা এখনো মানেনি:

নিরস্ত্রীকরণ বা ভবিষ্যতে গাজার শাসন ব্যবস্থায় হামাসের ভূমিকা না থাকার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি।

এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

হামাসের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)।

২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় হামাস ও তার মিত্ররা ২৫১ জন ইসরাইলি জিম্মি করে।ধারণা করা হচ্ছে, বর্তমানে হামাসের কাছে ৪৮ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে মাত্র ২০ জনের জীবিত থাকার সম্ভাবনা আছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে