ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

যেভাবে লোভের ফাঁদে পড়লেন তামিম ইকবাল

২০২৫ অক্টোবর ০৪ ১৮:০৬:২৬
যেভাবে লোভের ফাঁদে পড়লেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আগে সাবেক অধিনায়ক তামিম ইকবালের জড়িত থাকার বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তামিম ইকবাল বিসিবির সভাপতি হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন এবং এর জন্য কৌশলও সাজাচ্ছিলেন। তার ক্রিকেট জ্ঞান নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ হিসেবে বিবেচিত হয়, এবং অনেকেই মনে করেন যে বিসিবি নির্বাচনে জয়ের জন্য কেবল তার নামই যথেষ্ট ছিল।

তবে, এই জটিল নির্বাচনে সঙ্গীদের সঠিক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে এবং তামিমের "রানিং ম্যাচের" এই পছন্দটি ভুল ছিল। ইঙ্গিত দেওয়া হয়েছে যে তামিম ইকবালকে কেন্দ্র করে কিছু "পলিটিক্যাল কিডস" (রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিরা) বিসিবির উচ্চ পদে বসার আবদার করেছিলেন, যা তামিম মেনে নিয়েছিলেন বলে অভিযোগ। এই "বিলাসী চিন্তাভাবনা" তাকে ডুবিয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর দেখা যায় যে এমন অনেক ব্যক্তিকে কাউন্সিলর হিসেবে বিভিন্ন ক্লাব থেকে মনোনীত করা হয়েছে, যারা নাকি কখনো সেই ক্লাবগুলির চৌকাঠও মাড়াননি। অথচ তারাই ক্লাবগুলোর "মান্যবর কাউন্সিলর" হিসেবে বিসিবির পরিচালক পদে প্রার্থী হয়েছেন। এতে মনে হচ্ছে, বিসিবির পরিচালক পদ এখন জাতীয় সংসদের এমপি পদের চেয়ে কোনো অংশে কম নয়।নিজের প্যানেলে "পলিটিক্যাল কিডস"-দের জায়গা দিতে গিয়ে তামিম দেখলেন যে এতদিন ধরে যে ক্লাব সংগঠকরা তাকে নির্বাচনে কাঁধে নিয়েছিলেন, তাদেরই আর জায়গা হচ্ছে না। এতে তামিম নিজের প্যানেলেই চ্যালেঞ্জের মুখে পড়েন।

বঞ্চিত ক্লাব সংগঠকরা আরেকটি প্যানেল দেবে বলে শোনা যায়, এবং ক্রীড়া প্রশাসন-সমর্থিত আমিনুল ইসলামের প্যানেলের সঙ্গে তামিমের ক্লাব কোটার পরিচালক পদের ভাগাভাগি সমঝোতাও ভেস্তে যায়। ঠিক তখনই বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ একটি "গুগলি" ছুঁড়লেন। তিনি বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন। আদালত সেই রিটের পরিপ্রেক্ষিতে বিতর্কিত ১৫টি ক্লাবের ওপর নিষেধাজ্ঞা জারি করে, যার ফলে এই ১৫টি ক্লাব, যারা তামিমের নির্বাচনী "ভোট ব্যাংক" ছিল, তারা আর নির্বাচনে অংশ নিতে পারেনি।

বিরোধীদের সঙ্গে পরিচালক পদের ভাগাভাগি সমঝোতা ভেস্তে যাওয়া এবং ১৫টি ক্লাবের ভোট ব্যাংক হারানো, এই একসঙ্গে উড়ে আসা এত "বাউন্সার" (চ্যালেঞ্জ) সামাল দিতে পারেননি তামিম ইকবাল। বিসিবির নির্বাচনের রাজনীতি এবং রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে জিততে চেয়েছিলেন তামিম, আর সেটাই ছিল তার "ভুল শট সিলেকশন"। এবং "ভুল শট সিলেকশন" মানেই "স্টাম্প ছারখার" অর্থাৎ বোল্ড আউট।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে