ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নবজাতক শিশুর জন্য যেভাবে দোয়া করতে হয় 

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১১:৫৩:২৫
নবজাতক শিশুর জন্য যেভাবে দোয়া করতে হয় 

নিজস্ব প্রতিবেদক : হাসান বসরি (রহ.) শিশু সন্তান ও তাঁর বাবার জন্য একটি দোয়া করতেন। প্রশিদ্ধ দোয়াটি বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তা হলো-

«بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوبِ لَكَ، وَشَكَرْتَ الْوَاهِبَ، وَبَلَغَ أَشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّهُ»

উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাক, ওয়া শাকারতাল ওয়াহিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুযিকতা বিররাহু।

অর্থ : আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে আপনার জন্য বরকত দিন।

আপনি সন্তান দানকারীর কৃতজ্ঞতা আদায় করুন। সন্তানটি পরিপূর্ণ বয়সে পদার্পণ করুক। এবং আপনি তার সদ্ব্যবহার লাভ করুন।কেউ এভাবে অভিনন্দন জানালে এর জবাবে বলবে-

«بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْراً، وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ، وَأَجْزَلَ ثَوَابَكَ»

উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, ওয়া জাযাকাল্লাহু খাইরান, ওয়া রাযাকাকাল্লাহু মিসলাহু, ওয়া আজযালা সাওয়াবাকা।

অর্থ : আল্লাহ আপনাকে বরকত দিন। আপনার ওপর বরকত দান করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এবং আপনাকেও অনুরূপ দিন এবং আপনার সওয়াব বহুগুণ বৃদ্ধি করুন।

(আল-আজকার লিনবববি, পৃষ্ঠা : ৩৪৯; তুহফাতুল মাওলুদ, পৃষ্ঠা : ২৯)

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে