ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে দেখা গেল ডিবি হারুনকে

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১১:২৪:৪৪
অবশেষে দেখা গেল ডিবি হারুনকে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশীদ বর্তমানে আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে বিলাসবহুল জীবনযাপন করছেন বলে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভ ও আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনায় তিনি দেশ ত্যাগ করেন।

পালিয়ে যাওয়ার পেছনের কারণ

স্টুডেন্ট এবং জনতার গণঅভ্যুত্থানের পর সরকার পতনের প্রেক্ষাপটে হারুনুর রশীদ দেশে ফিরে নিরাপত্তাহীনতা অনুভব করে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। তার স্ত্রী ২০০৬ সালে ডিভি লটারি প্রাপ্তির মাধ্যমে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। এই সুযোগে হারুনুর রশীদ নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন এবং গণঅভ্যুত্থানের পর নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে কিছু সময় বসবাস করেন।

দেশে ফেরত পাঠানোর দাবি

অস্ট্রেলিয়া প্রবাসী এনসিপি নেত্রী দিলশানা পারুল ফেসবুকে একটি পোস্টে দাবি করেন, হারুনুর রশীদ আমেরিকায় অবস্থান করছেন এবং আমেরিকা প্রবাসীদের তার অবস্থান সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি দ্রুত তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার আহ্বান জানান।

আহত হওয়ার সংবাদ ও বিভ্রান্তি

৫ আগস্টের পর একাধিক সূত্র দাবি করেছিল হারুনুর রশীদ গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পরবর্তীতে বিভিন্ন তথ্য উঠে এসেছে যে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।

বিতর্কিত অতীত ও সমালোচনা

হারুনুর রশীদ ২০১১ সালে জাতীয় সংসদের সামনে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনায় আসেন। এর পর থেকে তিনি ডিবি পরিচয়ে অপহরণ, বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের নাটক, হেফাজতে নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দিয়ে ভয়ে টাকা আদায়সহ নানা নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগে সমালোচিত হয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে