ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছর কারাদণ্ড

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৯:১৫:১২
ইভ্যালির রাসেল-শামীমার তিন বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার আরও একটি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক মাসের কারাবাসের আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মনিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার পরপরই আদালত আসামি রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এ নিয়ে প্রতারণার পৃথক পাঁচটি মামলায় রাসেল ও শামীমা নাসরিনের সর্বমোট কারাদণ্ড দাঁড়ালো ১২ বছর।এর আগে গত ১৪ এপ্রিল, আরেকটি প্রতারণা মামলায় তাদের তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

২০২৩ সালের ৭ ডিসেম্বর, মো. আবুল কালাম আজাদ নামে এক গ্রাহক ঢাকা মহানগর আদালতে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়,রাসেল ও শামীমা পরিকল্পিতভাবে ইভ্যালি নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠান তৈরি করে গ্রাহকদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন।কোম্পানিটি চমকপ্রদ বিজ্ঞাপন ও অস্বাভাবিক অফারের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে।

বাদী আবুল কালাম আজাদ ফেসবুকে বিজ্ঞাপন দেখে ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেন।কিন্তু নির্ধারিত ৭ থেকে ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহ না করে, বরং প্রতিশ্রুতির নামে ছলচাতুরি ও বিশ্বাসভঙ্গ করে অর্থ আত্মসাৎ করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে